অযোগ্যদের তালিকায় বীরভূমের বিজেপি নেতার স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম! CBI-র দ্বারস্থ স্বামী

Published on:

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার এসএসসি (SSC) অযোগ্যের তালিকায় শুধু তৃণমূল নেতা, বিধায়ক-ঘনিষ্ঠদের নাম নয়, সেই তালিকায় এবার উঠে এসেছে বিজেপি নেতার স্ত্রীর নামও! মহা শোরগোল পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। যদিও সবটাই ষড়যন্ত্র বলে দাবি করছেন বিজেপি নেতা। সুপ্রিম কোর্টের নির্দেশে গত শনিবার অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। নাম উঠে এসেছিল ১৮০৬ জনের, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল শাসকদল থেকে শুরু করে বিরোধীদের মধ্যে। এমনকি তালিকা প্রকাশের স্বচ্ছতা নিয়েও উঠে এসেছে একাধিক প্রশ্ন।

অযোগ্যের তালিকায় বিজেপি নেতার স্ত্রীর নাম!

স্থানীয় সূত্র অনুযায়ী, ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনি ভাবে চাকরি পাওয়া দাগি এবং অযোগ্যের তালিকায় উঠে এসেছে বীরভূম জেলা বিজেপির নবনিযুক্ত কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। ৬৫৩ নম্বরে রয়েছে তাঁর নাম ও ছবি। আর সেটি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। জানা গিয়েছে, লক্ষ্মী বিশ্বাস রামপুরহাটের কুসুম্বা হাইস্কুলের শিক্ষিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনিও চাকরি হারিয়েছিলেন। এই ঘটনায় বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘লক্ষ্মী বিশ্বাসের নাম অযোগ্যদের তালিকায় থাকা উচিত নয়। কারণ সে এক জন যোগ্য প্রার্থী। ইচ্ছা করে তাঁর নাম অযোগ্যদের তালিকায় তুলে দেওয়া হয়েছে।”

বিচারের জন্য সিবিআই-এর দ্বারস্থ নেতা

স্ত্রীয়ের নাম SSC অযোগ্যদের তালিকায় থাকায় কারণ হিসেবে বিজেপি নেতা সুরজিৎ সরকার জানান যে, “এসএসসি কাণ্ডে সিবিআইয়ের কাছে গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি করেছিলেন লক্ষ্মী বিশ্বাস। আর সেই কারণেই হয়ত চক্রান্ত করে তাঁর নাম অযোগ্যদের তালিকায় তুলে দেওয়া হয়েছে।” এমতাবস্থায় সুরজিৎ সরকার ফের সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, লক্ষ্মী অত্যন্ত মেধাবী ছাত্রী। অযোগ্যদের তালিকায় নাম থাকাটা সঠিক নয়। তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন: “১৮০৬ নয়, ৫-৬ হাজারের বেশি হওয়া উচিত!” SSC-র তালিকা নিয়ে বিস্ফোরক অভিজিৎ

প্রসঙ্গত, আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। ঠিক তখনই গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। সেই নির্দেশ মতোই গত শনিবার ‘দাগি অযোগ্য’দের নামের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। আর তাই নিয়ে ধন্দুমার পরিস্থিতি রাজ্যে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥