বিজেপি জেতায় সারাচ্ছে না সরকার! কোদাল হাতে নিজেই রাস্তা সংস্কারে নামলেন চন্দনা বাউরি

Published on:

BJP

কৃশানু ঘোষ, কলকাতাঃ বিজেপি (BJP) জেতায় রাস্তার সংস্কার করছে না তৃণমূল। আবার একটানা বর্ষায় রাস্তার অবস্থাও বেহাল, নিত্য সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। তাই, দুর্গা পুজোর আগে যাতে স্থানীয় মানুষ কিছুটা হলেও স্বস্তি পায় তাই এবার কোদাল হাতে নিজেই রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়লেন বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি।

প্রতিশ্রুতি রাখতে নিজেই নেমে পড়লেন কোদাল হাতে!

২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে গরীব এবং খেতমজুর পরিবার থেকে প্রার্থী হয়েছিলেন চন্দনা বাউরি। প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে প্রথমেই সংস্কার করবেন বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটির রাঙামেটা থেকে রাজাবেলা যাওয়ার রাস্তাটি, যা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কিন্তু, জেতার পর থেকে সংস্কার তো দূরের কথা, আরও বেহাল হতে থাকে রাস্তার অবস্থা।

নিজের বেতন দিয়েই রাস্তা সারাচ্ছেন বিধায়ক!

চন্দনা বাউরি অভিযোগ জানিয়ে বলেন, তিনি বিজেপি বিধায়ক বলে তাঁকে রাস্তার কাজ করতে দিচ্ছে না রাজ্যের শাসক দল। এটা আমার দুর্ভাগ্য নয়, এটা আমার এই বুথটার মানুষের দুর্ভাগ্য। এখানে এমন একটা শাসকদল যারা আমি জিতেছি বলে এলাকার মানুষকে প্রচুর কষ্ট দিচ্ছে। তাই মহালয়ার এক সপ্তাহ আগে ১৪ ও ১৫ সেপ্টেম্বর একজন বন্দুকধারী সিকিউরিটি গার্ড, নিজের আপ্ত সহায়ক আর স্বামীকে সাথে নিয়ে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন খোদ শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি।

আরও পড়ুনঃ নেশা কাহারে কয়! জমি-গয়না সর্বস্ব বেচে ৭২ লক্ষ টাকার মদ গিলেছেন বিহারের মোটুলাল

শুধু তাই নয়, নিজের বিধায়ক হওয়ার বেতন থেকেই এই কাজের জন্য অর্থ দিলেন চন্দনা। স্থানীয় মানুষরা বলছেন, রাস্তা শেষবার সংস্কার হয়েছিল সেই বাম আমলে। মেরামতও বিশেষ কিছু করা হয়নি। সারা রাজ্যে পালাবদলের উন্নয়ন হলেও, সেই উন্নয়ন এখনও আসেনি এই রাস্তায়। তবে, বর্ষায় যে রাস্তার হাল বেহাল হয়েছিল, পুজোর আগে সেই রাস্তা পাকা না হলেও, চলাফেরার যোগ্য করে দিয়েছেন বিধায়ক। খুশি স্থানিয়রা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥