সহেলি মিত্র, কলকাতা: বছর ঘুরলেই রয়েছে বিধানসভা ভোট। তবে তার আগেই একের পর এক প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে বিরোধী দলের সদস্যরা। এবার এই তালিকায় নতুন করে নাম যোগ করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি এবার বিরাট ঘোষণা করে সকলকে চমকে দিলে। তিনি জানালেন, ক্ষমতায় এলেই মহিলাদের মাসে ২৫০০ টাকা এবং ৫০০ টাকা গ্যাস দেওয়া হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর
এমনিতেই বর্তমান সময়ে রাজ্য সরকারের তরফে বেশ কিছু প্রকল্প চালানো হচ্ছে, যার মধ্যে অন্যতম হিট প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডারের আওতায় প্রতিমাসে বাংলার মহিলারা ১০০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা অবধি পেয়ে থাকেন। মূলত মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারের তরফে এই টাকা প্রদান করা হয়ে থাকে। তবে আগামী দিনে হাজার টাকা বা ১২০০ টাকা নয়, ক্ষমতায় এলে মহিলাদের এক ধাক্কায় ২৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই সকলেই বিজেপি বিধায়কের মন্তব্য শুনে চমকে গিয়েছেন।
৫০০ টাকায় গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি নেতার
প্রথম নয় লোকসভা ভোটের আগেও ঠিক এরকমই একটি ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন বিরোধী দলনেতা। এরই সঙ্গে মাত্র ৫০০ টাকায় গ্যাস সেই সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা প্রদানেরও কথা বলেছেন তিনি।
এমনিতে যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যেই একাধিক নির্বাচনে বহু ভোট পেয়েছেন। এক কথায় এই প্রকল্পগুলি ভোট ফ্যাক্টর হয়েছে সরকারের। এবার বঙ্গ বিজেপি সেই একই জুতোয় পা গলাতে চাইছে বলে দাবি বিশিষ্ট মহলের।