হাসপাতালে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কী হয়েছে প্রাক্তন বিচারপতির? কেমন আছেন এখন

Published on:

Abhijit Ganguly

প্রীতি পোদ্দার, কলকাতা: নিজের বাড়িতেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। শনিবার রাতে তাঁকে উডল্যান্ডস হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, বমি, পেটে ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিজিৎ। একজন সার্জেন এবং একজন মেডিসিন বিভাগের চিকিৎসকের পর্যবেক্ষণে ভর্তি রয়েছেন তিনি।

হাসপাতালে ভর্তি অভিজিৎ

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার রাতে হঠাৎ করেই প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তলপেটে ব্যথা অনুভব শুরু হয়। তার সঙ্গে বমিও শুরু হয়। শেষে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই সঙ্গে সঙ্গে তাঁকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি ICU বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অসুস্থতার কারণ কী?

ইতিমধ্যেই ঠিক কী কারণে অভিজিৎ বাবু অসুস্থ হয়ে পড়েছেন তা জানার জন‍্য পরীক্ষানিরীক্ষা করা শুরু হয়েছে। তবে চিকিৎসকরা মনে করছেন যে যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বয়স ৬০ পেরিয়েছে, তাই বয়সজনিত সমস্যার কারণ হতে পারে। পাশাপাশি গত কয়েকদিন প্রবল গরম ও খাওয়া-দাওয়ার সমস্যার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও কিছুই স্পষ্ট জানানো হয়নি।

আরও পড়ুন: বাংলায় আবাসে ঘর নিলেও শৌচাগার তৈরির টাকা নিচ্ছেন না অনেকেই! কারণ কী?

প্রসঙ্গত,কিছুদিন আগেই ৩২ হাজার প্রাথমিক শিক্ষক বাতিলের মামলায় হাইকোর্টের রাজ্যের আইনজীবী কিশোর দত্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে বিচার সংক্রান্ত অভিযোগ করেছিল। যদিও কলকাতা হাই কোর্টের বিচারপতি পদ থেকে অনেকদিন আগেই ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতির আঙিনায় এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি ২০২৪-এর লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে জয়ী হন তিনি। এককথায় রাজনীতিতে নেমে বেশ দাপটের সঙ্গেই ব্যাটিং করতে নেমেছেন তিনি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥