প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই বিধানসভা নির্বাচন। আর এই পরিস্থিতিতে এখন থেকেই রাজনৈতীক দলগুলিতে ভোটযুদ্ধের আবহ তৈরি হয়েছে। আর এই প্রস্তুতি পর্বের মাঝেই এবার বঙ্গ বিজেপিতে এক নয়া মোড় নিল। যেখানে বিজেপিতে দলবদলু ও ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপ ঘোষকে (Dilip Ghosh) রাজনীতির ময়দানে কোণঠাসা করার জন্য উঠে পড়ে লেগেছে। সেখানে সকলের আপত্তি খারিজ করে দিলীপ ঘোষকে চোখের মণি হিসেবে তুলে ধরতে চাইছেন দিল্লির কেন্দ্রীয় নেতারা।
মন্দির দর্শনকে ঘিরে বিতর্ক!
কিছুদিন আগে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন বিরোধী নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়েই দর্শনে গিয়েছিলেন। যার জন্য তাঁকে নিজের দলের লোকের কাছে হাজারো কটাক্ষের স্বীকার হতে হয়েছে। তবে সেই কটাক্ষ বিন্দুমাত্র বিচলিত হননি তিনি। এমনকি দমেও যাননি দিলীপ। উল্টে রাজ্যের একাধিক তাবড় নেতার বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। সেই কারণে তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষকে দূরে সরিয়ে রাখার পক্ষপাতী একদমই নয় বিজেপির কেন্দ্রীয় নেতাদের সিংহভাগই।
কেন্দ্রের তরফে দিলীপকে নির্দেশ
রাজ্য বিজেপির দলবদলু অংশ ও ক্ষমতাসীন শিবিরের একাংশের যতই আপত্তি থাকুক না কেন কেন্দ্রীয় নেতাদের কাছে দিলীপ ঘোষের যে কোনও বিকল্প নেই, তা তাঁরা সকলেই জানে। তাইতো ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে দলের পুরনো কর্মীদের মাঠে নামানোর পাশাপাশি বঙ্গ বিজেপির সফলতম সভাপতি হিসাবে দিলীপ ঘোষকেও মান্যতা দিয়ে চলেছে দল। এই আবহে তাই কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পুরনো ফর্মেই পার্টির কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছে। এবং সেই নির্দেশকে মাথায় রেখেই নিজের পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরে পার্টির কাজে লাগাতারভাবে অংশ নিচ্ছেন প্রাক্তন সাংসদ।
আরও পড়ুন: বকেয়া ২৫% DA পেলেও মিলবে গ্র্যাজুইটি ও লিভ এনক্যাশমেন্ট? প্রকাশ্যে বড় আপডেট
এদিকে আগামী জুনেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে আসতে চলেছে। তখনই স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে রাজ্য কোর কমিটির বৈঠক হতে চলেছে। সেখানেই নির্বাচিত হতে পারে পরবর্তী বঙ্গ বিজেপির সভাপতি। আর এই আবহে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে তাহলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি ফের দিলীপেই ভরসা রেখে আগামী নির্বাচন লড়তে চাইছে? এমনকি এও প্রশ্ন উঠছে যে নির্বাচনের আগেই কি তবে বঙ্গ বিজেপির সম্পূর্ণ রেখাচিত্র বদলে যাবে? সবটাই শুধু অপেক্ষার পালা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |