তারাপীঠে প্রতিমা নিরঞ্জনের সময় উত্তেজনা! গ্রেপ্তার তৃণমূল প্রধানের স্বামী সহ ৫

Published:

Tarapith
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: একাদশীর দিনে প্রতিমা নিরঞ্জনের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেলে বীরভূমের তারাপীঠে (Tarapith)। মাঝ রাস্তায় প্রতিমা দাঁড় করিয়েই অবরোধ করার অপরাধে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের পরিচালিত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সহ আরও চারজন। আর এই ঘটনা নিয়ে গোটা এলাকায় কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কী হয়েছিল সেদিন রাতে?

ঘটনাটি ঘটে গত ৪ অক্টোবর, অর্থাৎ একাদশীর দিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সাহাপুর এলাকার প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল। তবে সেই শোভাযাত্রার মধ্যেই মাঝ রাস্তায় প্রতিমা থামিয়ে দীর্ঘক্ষণ ধরে অবরোধ চালায় তৃণমূলের নেতারা। আর ঠিক ওই সময় এক অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাচ্ছিল। এর এতেই মাঝ রাস্তায় বিপাকে পড়ে।

ওই অ্যাম্বুলেন্স চালক রুদ্র পাল জানিয়েছেন, আমি পেসেন্ট নিয়ে যাচ্ছিলাম। তবে মাঝ রাস্তায় ওরা অবরোধ করে। আর আমি অনুরোধ করলেও শোনে না, বরং আমার ওপরেই কিল, ঘুষি, চড় মারে। এরপর তিনি রামপুরহাট মহাকুমা থানায় অভিযোগ দায়ের করেন। আর অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে তৃণমূল নেতা দেবপ্রসাদ মন্ডল সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

তবে গ্রেফতারের পর সাংবাদিকরা দেবপ্রসাদ মন্ডলকে জিজ্ঞাসা করেন যে, আপনি কি রাস্তা অবরোধ করেছিলেন? তবে উত্তরে তিনি বলেন, না আমি কিছু করিনি। আসলে আমি নিজেও বিষয়টা বুঝতে পারছি না। যখন বুঝব তখন আমি সবটা জানাবো।

আরও পড়ুনঃ DA বৃদ্ধির পর আরেকটি ভাতা নিয়ে সুখবর শোনাল কেন্দ্র

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছে, ঘটনাটি তেমন গুরুতর কিছু নয়। তাদের কথায়, সেদিন প্রতিমা নিরঞ্জনের সময় সামান্য ধস্তাধস্তি হয়েছিল, আর পরে মীমাংসা হয়ে গিয়েছিল। অন্যদিকে স্থানীয় এক আইনজীবী বলছেন, অভিযোগকারী পরে বলেছে যে, বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে। কিন্তু পুলিশ জানিয়েছে, অভিযোগের গুরুত্ব আর বিষয়টি বিবেচনা করেই ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এমনকি আদালতে তোলা হলে বিচারক তাদেরকে ১৬ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join