মহারণ! বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আজ, কোন আসনে কে এগিয়ে? দেখুন পরিসংখ্যান

Published on:

west bengal by election 2024

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে। আজ রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হচ্ছেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া জেলায় হবে উপ-নির্বাচন। বাংলা ছাড়াও আজ একাধিক রাজ্যে উপনির্বাচন রয়েছে। জানা গিয়েছে ১০টি রাজ্যের মধ্যে ৩১টি বিধানসভা আসনে উপ নির্বাচন হচ্ছে। সবচেয়ে বেশি রাজস্থানে ৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে তারপরই রয়েছে বাংলা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

উপনির্বাচন কেন্দ্রে নিয়োগ করা হল কেন্দ্রীয় বাহিনী

আর এই উপনির্বাচনের কারণে মোতায়েন করা হয়েছে ১০৮ টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যার মধ্যে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন রয়েছে। উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয় মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। যদিও ভোটের এই আবহে সকলের মনে প্রশ্ন জাগছে কোন দল এবার এগিয়ে থাকবে বাংলায়।

আজ যে ৬টি বিধানসভা আসনে ভোট হচ্ছে তার মধ্যে গতবার ৫ টিতেই জিতেছিল শাসকদল তৃণমূল। মাদারিহাট ছিল বিজেপির দখলে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রভাব যেভাবে সকলের মনে একটা দাগ ফেলে দিয়েছে, তাতে খানিকটা ঘাবড়ে গিয়েছে শাসকদল। হয়তো চলতি বছর প্রথমবার কোনও নির্বাচনী পরীক্ষার মুখ থুবড়ে পড়তে চলেছে শাসক দল তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিতাই থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। বিজেপি প্রার্থী দীপক রায়কে ১০,১১২ ভোটে হারিয়ে দিয়েছিলেন। লিড ছিল ২৮,৩৭৭ ভোটে। দ্বিতীয় স্থানে সেই সময় ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উপনির্বাচনের লড়াইতে এগিয়ে কারা?

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শ্যামলকুমার সরকারকে ১২,৩৭৭ ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। যিনি চলতি বছর লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বাঁকুড়া কেন্দ্র থেকে লড়েছিলেন। বিধানসভা কেন্দ্র ৮,৪৩৩ ভোটের লিড পেয়েছিলেন অরূপ। অন্যদিকে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী তথা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার।

২০২১ সালের বিধানসভা ভোটে মাদারিহাট থেকে ২৯,৬৮৫ ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী রাজেশ লাকড়াকে। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছিলেন মনোজ। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন হাজি নুরুল ইসলাম। জয়ের মার্জিন ছিল ৮০,৯৭৮। কিন্তু সেই সময় সন্দেশখালির অস্বস্তির মধ্যে পরিস্থিতি আরও বড় আকার ধারণ করে। তবুও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাজি নুরুল ইসলাম জয়লাভ করে । তবে পরে হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হয়েছিলেন।

মুখোমুখি লড়াই NDA-র সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার INDIA-র

এই ছয় আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। তবে বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় হাড়োয়াতে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে না। অন্যদিকে আজই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। আজ ৪৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এখানে সরাসরি লড়াই বিজেপি নেতৃত্বাধীন NDA-র সঙ্গে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার INDIA-র সঙ্গে। এবার দেখার পালা কোন দল কাকে টেক্কা দিয়ে এগিয়ে আসে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group