যাদবপুর নিয়ে বড় রায় হাইকোর্টের

Published on:

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে এক ভয়ংকর উত্তেজনা তৈরি হয়েছিল। নির্বাচনের দাবি নিয়ে SFI এর মধ্যে বিক্ষোভ শুরু হয়। আর সেই বিক্ষোভে আহত হন বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভাংচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি। এদিকে সেই গাড়ির ধাক্কায় দুই পড়ুয়া আহত হয়েছেন বলেও অভিযোগ। যার মধ্যে একজন ছাত্র চোখে আঘাতের সমস্যা নিয়ে ভর্তি হয় হাসপাতালে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র বিক্ষোভের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একাধিক মামলা রুজু হয়েছে কলকাতা হাইকোর্টে। আর এই আবহে এবার এই ঘটনার প্রতিবাদ স্বরূপ একটি প্রতিবাদে মিছিল করতে চেয়েছে বিজেপি। কিন্তু শাসকদল এই প্রতিবাদ মিছিল নিয়ে আপত্তি জানালে হাই কোর্টে মামলা দায়ের করে বিজেপি। বিজেপি পক্ষের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়ের জানান, “রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো অবধি সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি করতে চায় বিজেপি।

বিজেপি কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতির

কিন্তু রাজ্যের আইনজীবী ওই কর্মসূচি নিয়ে আপত্তি জানান।” রাজ্যের আইনজীবী অভিযোগ জানিয়েছে যে এদিনের বিজেপির কর্মসূচিতে অন্য কোনও পক্ষের লোকেরা সক্রিয় থাকবে। ফলে আবার গোলমাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুলেখা মোড় ছেড়ে অন্যত্র কর্মসূচি করার দাবি জানিয়েছে রাজ্য। দুই পক্ষের মন্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন যে, ‘‘আদালত কোনও বেআইনি কাজকে সমর্থন করে না। এই সময়ে যাদবপুরেই কেন কর্মসূচি করতে হবে। অন্যত্র করুন। রাজ্যকে বলব, পুলিশ অফিসারদের বলুন সেখানে যাতে কাউকে অনুমতি না দেওয়া হয়।’’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নির্দেশ প্রত্যাহার করল আদালত

এর পরেই আদালত জানায়, আইনশৃঙ্খলার বিষয়টি সংশ্লিষ্ট থানা দেখবে। আয়োজকদের কর্মসূচিতে শান্তি যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে। আগামী ১৩ মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও রাজনৈতিক দলের কর্মসূচি হবে না। তবে এবার সেই মতামত পরিবর্তন হল। জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এলাকায় রাজনৈতিক কর্মসূচি বন্ধের নির্দেশ এবার প্রত্যাহার করল কলকাতা হাই কোর্ট। বলা হয়েছে এখন থেকে সেখানে কর্মসূচির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের অনুমতি নিতে হবে। সবটা বিবেচনা করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে উচ্চ আদালত।

আরও পড়ুনঃ চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব, রাজ্যের প্রথম সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করবে রোবট

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group