প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা ভোট। তাই সেই কারণে এখন থেকেই প্রচার প্রস্তুতি এবং দলীয় বৈঠক হয়েই চলেছে। কিন্তু তার আগে রাজ্য জুড়ে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় উঠে আসছে খবরের শিরোনামে। কিছুদিন আগে আনন্দপুরে অস্ত্র উদ্ধার করা হয়েছে। যা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। এই আবহে এবার ইসলামপুরে (Islampur) ঘটল আরেক ভয়াবহ ঘটনা। নদী থেকে উদ্ধার হল অসংখ্য কার্তুজ। যা দেখে অবাক এলাকাবাসী।
ঘটনাটি কী?
সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যা নাগাদ উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগাঁও এলাকায় নদীর জল থেকে মাছের পরিবর্তে গুচ্ছ গুচ্ছ কার্তুজ উদ্ধারের খবর উঠে এসেছে। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধেয় দোলনচা নদীতে স্নান করতে নেমে কচিকাঁচাদের পায়ে বাঁধে কার্তুজগুলি। তারপর জলের ভেতর ভালনকরে খুঁজে প্রায় ৩০-৪০টি কার্তুজ উদ্ধার করা হয়। কিন্তু নদীর জলে কার্তুজ এল কোথা থেকে? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
গোটা ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এদিকে স্থানীয়রা নদী থেকে যে সকল কার্তুজ উদ্ধার করেছিল, তা সবটাই তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা যাচ্ছে উদ্ধার হওয়া কার্তুজগুলি খতিয়ে দেখলেই বোঝা যাবে কোন সময়কার। তখনই অনেক অজানা রহস্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। এই খবর চাহর হতেই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই দৃশ্য দেখতে ভিড় বাড়ছে নদীর তীরে।
উদ্ধার হচ্ছে অজস্র অস্ত্র
কিছুদিন আগে দেগঙ্গার তৃণমূল নেতার বাড়ির দরজার সামনে থেকে উদ্ধার হয়েছে দুটি বোমা, যা মিষ্টির প্যাকেটের মধ্যে প্যাকিং করে রাখা ছিল। বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয় কড়েয়া ও পার্ক সার্কাস এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহনওয়াজ ওরফে সমীরকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও একটি ছুরি। এছাড়াও গত ১৬ মার্চ, শিয়ালদা স্টেশনে উদ্ধার হয় ৪টি 7MM পিস্তল, ২টি ওয়ান শটার, ৮ রাউন্ড গুলি। আর তাই প্রশ্ন উঠছে মুড়ি-মুড়কির মতো এত অস্ত্র আসছে নাকি ভিনরাজ্য থেকে, নাকি রাজ্যেই সক্রিয় বেআইনি অস্ত্র কারখানা ইন্ধন যোগাচ্ছে এসব কিছুর?
আরও পড়ুনঃ এই ছোট্ট একটা ভুলে লাইসেন্স হবে বাতিল! আজ থেকে বদলে গেল ট্রাফিক নিয়ম
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |