জেলে বসেই কারসাজি শাহজাহানের! তদন্ত করতে সন্দেশখালি ছুটল CBI

Published:

Sandeshkhali
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: জেলে বসে তদন্তে প্রভাবিত করার অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে! সময় নস্ট না করেই এবার সন্দেশখালির (Sandeshkhali) অভিযানে নামল CBI! আজ, শনিবার, সকালে এলাকায় কেন্দ্রীয় তদন্তকারীর অফিসাররা দলবল নিয়ে পৌঁছে যায় বাড়িতে। সেখানকার সদস্য ও এলাকার বাসিন্দাদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে আধিকারিকরা। বাদ যায়নি শাহজাহানের মেয়ের বাড়িও।

ফের CBI অভিযান সন্দেশখালীতে!

গত বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে গোপন তথ্যের ভিত্তিতে রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি ও সিআরপিএফ। কিন্তু গ্রামে ঢুকতেই হামলার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় আধিকারিকদের। শাহজাহানের অনুগামীদের হাতে মারও খান তাঁরা। আক্রান্ত হয় একাধিক সংবাদ মাধ্যমও। যা নিয়ে হাইকোর্টে করা হয়েছিল মামলা। ইতিমধ্যেই ইডির উপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। আর সেই ঘটনার তদন্ত করতে ফের শাহজাহানের এলাকায় হাজির হল CBI।

স্থানীয়দের বয়ান রেকর্ড CBI এর!

আনন্দবাজারের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে আজ, শনিবার সকালে এলাকায় কেন্দ্রীয় তদন্তকারীর অফিসাররা পৌঁছে যায় বসিরহাটে। সেখানে শেখ শাহজাহানের সড়বেড়িয়ার বাড়িতে পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। শাহজাহানের মেয়ের বাড়িতেও গিয়েছে CBI। অভিযোগ উঠেছে জেল থেকে তদন্তের সাক্ষীদের প্রভাবিত করছেন শেখ শাহজাহান। তাই আগমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেখানকার বাসিন্দাদের বয়ানও রেকর্ড করা হয়।

আরও পড়ুন: ‘প্রয়োজনে আমিই ময়দানে নামব!’ ২৬ এর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিত আব্বাস সিদ্দিকির

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক কর্মকাণ্ড উঠে এসেছিল খবরের শিরোনামে। গ্রামের মহিলাদের শারীরিক নির্যাতন থেকে শুরু করে রেশন দুর্নীতি এবং জমি দুর্নীতির অভিযোগও উঠে এসেছিল। এছাড়াও আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল এই বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে। জানা যায়, ভেড়ির মাছ আমদানি রপ্তানি ব্যবসাতেও দুর্নীতি করেছিল শাহজাহান। যদিও এখন তাঁর ঠাঁই জেলে। রাজ্য পুলিশ, সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join