প্রীতি পোদ্দার: পুজোর মাস পড়ার আগেই জেল মুক্ত হয়েছিলেন শাসকদলের বেশ কয়েকজন দাপুটে নেতা। যাঁদের মধ্যে অন্যতম ছিলেন অনুব্রত মণ্ডল এবং মানিক ভট্টাচার্য। কিন্তু এখনও জেলবন্দী হয়ে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রেশন দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরেই জেলবন্দী এই দুই নেতা। এই আবহেই যেখানে দুই নেতার জামিন নিয়ে নানা প্রসঙ্গ উঠে আসছে সেখানে ফের নতুন করে গ্রেফতারির প্রসঙ্গ উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
বিগত ২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জি গ্রেপ্তার হয়েছিল ED-র হাতে। গ্রেপ্তারির সময় রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরে যদিও শাসকদল সেই পদ থেকে সরিয়ে দিয়েছিল তাঁকে। একে একে অনেকে জামিন পেয়েছেন। মনে করা হচ্ছিল এবার হয়তো পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পেয়ে যাবেন। সেই হিসেবে এর আগে অনেকবার জামিনের জন্য আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় এর আইনজীবী। কিন্তু বিপদ কাটেনি। একের পর এক জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।
হাইকোর্টে ফের জামিনের আবেদন পার্থ
সম্প্রতি কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা ওঠে। সেখানে অনুব্রতর জামিনের প্রসঙ্গ তুলেছিলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। সেই শুনানিতে বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রশ্ন তোলেন জামিনে মুক্ত হলে পার্থ চট্টোপাধ্যায় আবার পুরনো পদে পুনর্বহাল হবেন না তো? এবং তার সঙ্গেই বিচারপতি বলে বসলেন “হতে পারে জামিন পাওয়ার পর আবার পুনর্বহাল করা হবে। সাম্প্রতিক উদাহরণ তো আমরা বীরভূমেই দেখতে পাচ্ছি।” আর এ কথা শুনেই পার্থ জবাব দেন, ”না না, অনুব্রত মণ্ডল আমার থেকে বেশি ক্ষমতাবান।” তবে এই জামিনের চেষ্টার মাঝেই কাঁটা হয়ে দাঁড়াল CBI।
ফের গ্রেফতারির মুখে পার্থ!
গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা বিশেষ CBI আদালতে আবেদন করেছে যে প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অন্য অভিযুক্ত অয়ন শীলকে তদন্তের কারণে হেফাজতে নেওয়ার প্রয়োজন। তাই নিজেদের হেফাজতে নিতে চায় CBI। সিবিআইয়ের আবেদন মঞ্জুর বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতের। আজ অর্থাৎ মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে পার্থকে। প্রেসিডেন্সি জেল থেকে আদালতে পেশের নির্দেশ। পার্থর সঙ্গেই অয়ন শীলকেও আদালতে পেশ করার আবেদন জানায় সিবিআই।