প্রথম মন্ত্রীসভার বৈঠকেই বড় উপহার সরকারের, নতুন বছরে কপাল খুলবে কৃষকদের

Published on:

farmer

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: নতুন বছর পড়তেই উচ্ছ্বসিত গোটা দেশ বাসী। মেতে উঠেছে নতুন বছরের একাধিক অনুষ্ঠানে। খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া পিকনিকে মশগুল সকলে। তবে এইমুহুর্তে রাজধানীর রাজনীতির পারদ এখন খুব গরম। কারণ চলতি বছরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপি, আপ ও কংগ্রেসের মধ্যে চলছে সিংহাসন দখলের জোর টক্কর। একটুও সময় নস্ট না করে সকলেই নির্বাচন প্রচারের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এরই মধ্যে আম আদমি পার্টি সমস্ত আসনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে কংগ্রেসও অনেক আসনে প্রার্থী ঘোষণা করেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দিল্লিতে নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি

এদিকে আজ বছরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠক এর আয়োজন করেছে। যেহেতু সামনেই দিল্লিতে বিধানসভা নির্বাচন, তাই সেই বিষয়কে কেন্দ্র করে এই বৈঠক হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আর আশা করা হচ্ছে এই বৈঠকে বিজেপি প্রার্থীদের নাম নিয়েও আলোচনা করতে পারে। এছাড়াও এই বৈঠকে দিল্লি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হয়েছে। আর এই আবহে বিশেষ সূত্রে জানা গিয়েছে বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠকে উঠে এসেছে কৃষকদের প্রসঙ্গ।

বৈঠকে আলোচিত হল কৃষকদের প্যাকেজ

বৈঠকে সরকার কৃষকদের জন্য নিয়েছে এক বড় সিদ্ধান্ত। DAP সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কেন্দ্রীয় সরকার এক বিশেষ প্যাকেজ লঞ্চ করেছে। যা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্থায়ী থাকবে। জানা গিয়েছে কৃষকদের এই প্যাকেজের মাধ্যমে ভর্তুকি ছাড়াও, আর্থিক সহায়তাও প্রদান করা হবে যা ভবিষ্যতে অনেক কাজে আসবে। এছাড়াও কৃষকদের জন্য শস্য বীমা প্রকল্পকে আকর্ষণীয় করার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্যদিকে কৃষকদের আন্দোলনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের গঠিত কমিটি আলোচনার জন্য সংযুক্ত কিষাণ মোর্চাকে আগামী ৩ জানুয়ারি বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু এসকেএম জানিয়েছে, কৃষকরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নীতিগত ইস্যুতে লড়াই করছে সেখানে আদালতের কোনো ভূমিকা নেই। তাই সুপ্রিম কোর্টের গঠিত কমিটির সঙ্গে তাঁরা আলোচনায় বসবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group