‘মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য ভুল!’ DVC-র জল ছাড়া নিয়ে মমতাকে তুলোধোনা জলশক্তি মন্ত্রীর

Published:

Mamata Banerjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণাবর্তের দাপটে আগামী বেশ কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে সকাল থেকে অনবরত হয়েই চলেছে বৃষ্টি। তার উপর মরার উপর খাঁড়ার ঘা এই DVC-র ছাড়া জল। অনবরত জল ছাড়ার ফলে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ করছে না DVC। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুঁশিয়ারির পরেও জল ছাড়ার বিরাম নেই। আজ সকালেও ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলেই খবর। এবার ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রীর পরিসংখ্যানকে ভুল বললেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী।

মুখ্যমন্ত্রীর তথ্য নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

গতকাল অর্থাৎ শুক্রবার মাইথন থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক ও পাঞ্চেত থেকে ২৭ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়। শনিবার সকালেও সেই পরিমাণে কোনও পরিবর্তন হয়নি। এদিন সকাল থেকে মাইথন ড্যাম জল ছাড়া শুরু হয় ৩২ হাজার ৫০০ কিউসেক হারে। পাঞ্চেতেও জল ছাড়া শুরু করে ৩৭ হাজার ৫০০ কিউসেক হারে। সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আর সেই কারণে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সংস্থাটিকে ‘ইচ্ছাকৃত এবং একতরফা ভাবে’ জল ছেড়ে বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত করছে বলে সমাজমাধ্যমে অভিযোগ তোলেন। এবার তাই নিয়ে পাল্টা মন্তব্য করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল ।

কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?

রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যানের মাধ্যমে যা দাবী করেছেন বাস্তবে, প্রকৃত জল ছাড়ার পরিমাণ অর্ধেকেরও কম।’’ এরপর তিনি ‘ডিভিসি রেগুলেশন কমিটি’-র থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরেন। পাতিলের দাবি, সমাজমাধ্যমে বলা হয়েছে মাইথন জলাধার থেকে ৪২৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৭৫০০ কিউসেক-সহ মোট ৭০০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। কিন্তু এটি ১ লক্ষ ৫০ হাজার কিউসেক এই ‘তথ্য’ ঠিক নয়। তবে এদিন তিনি আচমকা জল ছাড়ার অভিযোগ সম্পর্কে কোনও সাফাই দেননি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। আর তাই নিয়ে রাজনৈতিক মহলে নানা তর্ক বিতর্কের ঝড় উঠেছে। তৈরি হয়েছে এক চাপা উত্তেজনা।

আরও পড়ুন: তমলুকে লক্ষ্মী, কালীর ৫০ প্রতিমা ভাঙচুর! ভিডিও পোস্ট শুভেন্দুর

এদিকে, ডিভিসি কর্তৃপক্ষের দাবি, তারা নিজেদের ইচ্ছেমতো জল ছাড়ে না। সেন্ট্রাল ওয়াটার কমিশন বা CWC যেভাবে নির্দেশ দেয় সেই পরিমাণেই জল ছাড়া হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ায় মাইথন এবং পাঞ্চেতের জলস্তর বিপদসীমার কাছাকাছি কিনা দেখা হয়। সেই অনুযায়ী সেন্ট্রাল ওয়াটার কমিশন যেমন নির্দেশ দেয়, সেই অনুযায়ী জল ছাড়া হয়। অন্যদিকে ডিভিসির জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আবার পুজোর পরে ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় দামোদর তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join