প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নির্বাচন বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব । দিল্লির তরফ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, বাংলায় বুথ, মন্ডল, জেলা সভাপতি নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। এমনকী যেসব জায়গায় নির্বাচন হয়েছিল, তার ফলাফলও বাতিল হয়েছে। এই ঘটনায় বিজেপির রাজ্য নেতৃত্ব কার্যত গভীর সঙ্কটে পড়ল। কারণ এইভাবে নির্দেশ দিয়ে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া হঠাৎ বন্ধ করে দেওয়া ইতিহাসের পাতায় হয়নি। এদিকে সেই ঘা মিটতে না মিটতে এবার রাজ্যের মোট ৩২ জন বিজেপি নেতার (BJP Leaders) নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে।
তালিকায় রয়েছে একাধিক বিজেপি নেতার নাম
রাজ্যের যে সব বিজেপি নেতার নিরাপত্তারক্ষী কেন্দ্রের তরফ থেকে তুলে নেওয়া হয়েছে তাঁরা হলেন – তপশিলি জাতি-উপজাতির জাতীয় কমিশনের সহ-সভাপতি অরুণ হালদার, কোচবিহারে বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য অভিজিৎ বর্মন, দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি অভিজিৎ দাস, বিজেপির রাজ্য নেতা অজয় রায়, নদিয়ার জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, উলুবেড়িয়ার সাংসদ পদপ্রার্থী অরুণোদয় পাল চৌধুরী, আরামবাগের সাংসদ পদপ্রার্থী অরূপকান্তি দিগর, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও মাজিলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা অশোক কাণ্ডারি, জগদীশপুরের বিজেপি নেতা অশোক পুরকায়স্থ, দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা মন্দির ব্রজ, আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা, বিজেপি নেতা লোকনাথ চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদের বিজেপি নেতা নির্মল সাহা, মুর্শিদাবাদের বিজেপি নেতা নিভাস, রাজ্যের বিজেপি নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায় ইত্যাদি।
এছাড়াও সেই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপির প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, বিজেপির রাজ্য যুগ্ম আহ্বায়ক দেবব্রত বিশ্বাস, ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দেবাংশু পাণ্ডা, বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর, বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ, দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা দীপক হালদার, বিজেপির রাজ্য নেতা জয়দীপ ঘোষ, বিজেপির রাজ্য নেতা জীবেশচন্দ্র বিশ্বাস, বিজেপির রাজ্যের আহ্বায়ক পলাশ রানা, বোলপুরের বিজেপি সাংসদ পদপ্রার্থী পিয়া সাহা, ঝাড়গ্রামের বিজেপি নেতা প্রণত টুডু, বিজেপি নেত্রী প্রণতি মাঝি, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, বিজেপির রাজ্য নেতা শঙ্কুদেব পাণ্ডা, ঘাটালের বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস এবং কোচবিহার জেলার সাধারণ সম্পাদক তাপস দাস।
আরও পড়ুনঃ জিটিএ নিয়োগে দুর্নীতি মামলা ছাড়লেন বিচারপতি বসু! স্পষ্ট জানিয়ে দিলেন কারণ
বিজেপি নেতাদের প্রতিক্রিয়া
আচমকা কোনো আলোচনা ছাড়াই কেন্দ্রের এইরূপ সিদ্ধান্তে রীতিমত অবাক হয়ে গিয়েছে বিজেপি নেতারাও। কেন এবং কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত কেউই বুঝতে পারছে না। এই প্রসঙ্গে তাই নানা বিজেপি নেতা নানা অভিমত প্রেরণ করছে। একইভাবে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি পদপ্রার্থী পিয়া সাহা জানিয়েছেন লোকসভা ভোটের সময় তাঁকে সিকিউরিটি দেওয়া হলেও হঠাৎ কেন না বলে নিরাপত্তা তুলে নিল জানা নেই ৷ তাই সেক্ষেত্রে প্রশ্ন উঠছে বাংলার গেরুয়া শিবিরের প্রতি কী তাহলে অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |