প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহূর্তে পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। হাতে বাকি মাত্র আর কয়েকটা মাস। কিন্তু তার আগেই রাজ্যে হতে চলেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR। শীঘ্রই সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর তারই প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন নির্বাচন কমিশনের চার সদস্যের উচ্চপর্যায়ের দিল্লির প্রতিনিধিদল। এদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে SIR (Special Intensive Revision) নিয়ে হুঁশিয়ারির সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আর এতেই বৈধ ভোটার নিয়ে বড় আশ্বাস দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
বৈধ ভোটার নিয়ে নির্দেশ কমিশনের
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন নির্বাচন কমিশনের চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “রাজ্যে SIR হলে কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।” আর এই গুরুত্বপূর্ণ নির্দেশ যেন রাজ্যের সমস্ত স্তরের নির্বাচন কর্মীদের কাছে পরিষ্কারভাবে পৌঁছায়, সে দিকেই জোর দিয়েছেন তিনি। এদিকে রাজ্যের সিইও-র ‘অতি সক্রিয়তা’ দেখানো নিয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। দাবি করেছেন রাজ্যের সিইও নাকি নানা দুর্নীতিতে অভিযুক্ত।
হুঁশিয়ারি মমতার
গতকাল বিকেলেই নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট হুঁশিয়ারি সুরে বলেন “বিহারে (এসআইআর) করতে পেরেছিলেন। কারণ, ওখানে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে পরিস্থিতি আলাদা।” এমনকি বৈঠকে বসে সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেই সতর্ক করতে চাইলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এসআইআরের নাম করে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে কড়া পদক্ষেপ করা হবে।” এছাড়াও ১৫ দিনের মধ্যে এসআইআরের প্রস্তুতি করার জন্য কমিশন যে নির্দেশ দিয়েছে তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী যে সব দিকে কড়া নজর রাখতে চলেছেন তা বেশ বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন: ১ লক্ষ টাকা চাঁদা না পেয়ে বীরভূমে শপিংমলের সামনে টোটো স্ট্যান্ড বানাল তৃণমূল
প্রসঙ্গত, এর আগেও এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হুঙ্কার দিয়ে বলেছিলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও করবেন। তবে এটুকু স্পষ্ট যে বিহারে যে পদ্ধতিতে SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই একই ফর্মুলা এবার পশ্চিমবঙ্গেও প্রয়োগ হবে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানিয়েছেন, “নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলতেই হবে। নির্দেশ অমান্য হলে আইনি ব্যবস্থা নিতে কমিশন পিছপা হবে না।” কিন্তু কবে থেকে রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে কোনও চূড়ান্ত দিনক্ষণ জানাননি কমিশনের আধিকারিকেরা।