আদালতের নির্দেশ মেনে ইডি দফতরে হাজির মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

Published on:

Chandranath Sinha

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়! আদালতের নির্দেশে মেনে অবশেষে আজ বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। গতকাল অর্থাৎ বুধবার বিচারভবন থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে ২৫ ও ২৬ সেপ্টেম্বর এই দু’দিনই ইডি দফতরে হাজিরা দিতে হবে মন্ত্রীকে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। এবার সেই নির্দেশ মানার পথেই হাঁটলেন মন্ত্রী।

ইডি দফতরে হাজিরা চন্দ্রনাথ সিনহার

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের নামে চার্জশিট জমা দিয়েছিল ইডি। সেই সূত্রে তাঁকে হেফাজতে নিয়ে কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। কিন্তু গত ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ বিচারভবনে ইডির বিশেষ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করলে ব্যক্তিগত বন্ডে তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছিল। সঙ্গে কিছু শর্ত আরোপ করেছিল আদালত। গতকালও বিচারভবন নির্দেশ দিয়েছিল যে, চন্দ্রনাথের জামিনই বহাল থাকবে। এই মুহূর্তে ইডি তাঁকে হেফাজতে নেবে না। তবে মন্ত্রীকে ইডি দফতরে যেতে হবে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং ২৬ সেপ্টেম্বর শুক্রবার। এর পর যদি তারা মনে করে, আবার মন্ত্রীকে ডাকা হতে পারে। এবং সে ক্ষেত্রে মন্ত্রীকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। তাই আজ আদালতের নির্দেশানুযায়ী ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

ইডির আবেদন খারিজ আদালতের

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের নাম জড়ানোর পরই গত বছরের মার্চে তাঁর বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল নগদ ৪১ লক্ষ টাকা। কিন্তু নির্দিষ্ট কয়েকটি তথ্যের অভাবে তখন তাঁকে গ্রেফতার করা হয়নি। গত মাসে হঠাৎই তিনি আবার ইডির দফতরে হাজিরা দেন। তবে তখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। তার আগেই ইডি চার্জশিট দিয়ে দিয়েছিল। এর পর চন্দ্রনাথ আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন চান। এরপর রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের জামিনের বিরোধিতা করে তা খারিজ করার আর্জি জানিয়েছিল ED, কিন্তু সেটা খারিজ করে দিল আদালত।

আরও পড়ুন: ‘হিন্দুদের ভোটাধিকার কাড়তে আউশগ্রামের মুসলিম প্রধান বুথ করছে TMC!’ অভিযোগ সুকান্তর

এদিকে পুজোর মুখে আপাতত স্বস্তি পেলেন মন্ত্রী চন্দ্রনাথ। যদিও আদালত জানিয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী। যত দিন এই সংক্রান্ত শুনানি শেষ না-হচ্ছে, তত দিন এই নিয়ম মানতে হবে। গতকাল অর্থাৎ বুধবার আদালতের রায়ের পর রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেছিলেন, ‘‘বিচারব্যবস্থার উপর আমার আস্থা আছে। ভবিষ্যতেও থাকবে। আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি।’’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥