প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: সম্প্রতি দেশের ২৮টি রাজ্য এবং ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪০৯২ জন বিধায়কের সম্পত্তির (India’s Richest MLA) খতিয়ান রিপোর্ট প্রকাশিত হল। আর এই সমীক্ষার দায়িত্বে ছিল ভোট পর্যবেক্ষক সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR’। বরাবর নির্বাচন কমিশনে দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি সেই রিপোর্ট। তবে এবার সেই রিপোর্টের ভিত্তিতে উঠে এসেছে এক নয়া তথ্য। জনতার ভোটে জয়ী হয়ে বিভিন্ন রাজ্যে বিধানসভার যে সকল সদস্য রাজ করছেন সেই বিধায়কদের মধ্যে কারও কারও সম্পত্তি যেমন ছুঁয়েছে কোটি কোটি টাকা। ঠিক তেমনই আবার কারও সম্পত্তির পরিমাণ যৎসামান্য। একনজরে দেখে নেওয়া যাক ধনীতম রাজ্যের বিধায়কদের তালিকা।
ধনীতম বিধায়কদের তালিকায় উঠে এল কার নাম?
অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR এর দেওয়া তথ্য সূত্রে জানা গিয়েছে ধনীতম বিধায়কের প্রথম ১০ জনের মধ্যে চারজনই হলেন অন্ধ্রপ্রদেশের বিধায়ক। কিন্তু সেই ধনীদের তালিকায় নাম লেখাতে অপারগ হল পশ্চিমবঙ্গ। তালিকার প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের ঘাটকোপার-পূর্ব কেন্দ্রের বিজেপি বিধায়ক পরাগ শাহ। সবমিলিয়ে তাঁর ৩ হাজার ৪০০ কোটি টাকার সম্পদ রয়েছে। তিনিই দেশের ধনীতম বিধায়ক। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তথ্য সূত্রে জানা গিয়েছে এই কংগ্রেস নেতার মোট ১ হাজার ৪১৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
অন্ধ্রপ্রদেশের নাম সর্বেসর্বা
এছাড়াও ধনীতম বিধায়কদের তালিকায় রয়েছেন, কর্নাটকের নির্দল বিধায়ক পুত্তুস্বামী গৌড়া, যার সম্পত্তির পরিমাণ ১২৬৭ কোটি টাকা। কর্নাটকের কংগ্রেস বিধায়ক প্রিয়কৃষ্ণ, যার সম্পত্তির পরিমাণ ১১৫৬ কোটি টাকা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির বিধায়ক এন চন্দ্রবাবু নায়ডুও রয়েছে এই তালিকায়। যার সম্পদের পরিমাণ ৯৩১ কোটি টাকা। তাঁর দলের আবার দুই বিধায়কও রয়েছে ধনীতম বিধায়কদের তালিকায়। তাঁরা হলেন পি নারায়ণ এবং ভি পার্থসারথি রেড্ডি। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৮২৪ কোটি টাকা এবং ৭১৬ কোটি টাকা। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডিও রয়েছে এই তালিকায়।
আরও পড়ুনঃ কলকাতার কাছেই বাংলার বুকেই রয়েছে বিশ্বের সবথেকে পুরনো ওয়াটার ট্যাঙ্ক, কোথায় জানেন?
পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে?
তবে শুধু ধনীতম বিধায়কদের তালিকা নয় প্রকাশিত হয়েছে দরিদ্রতম বিধায়কদের তালিকা। আর সেখানেই ঠাঁই হয়েছে পশ্চিমবঙ্গের। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধাড়ার হাতে রয়েছে মাত্র ১৭০০ টাকার সম্পদ। অন্যদিকে রাজ্যভিত্তিক তালিকায় সম্পত্তির নিরিখে সবচেয়ে দরিদ্রতম বিধায়ক রয়েছে ত্রিপুরায়। সেখানকার বিধায়কদের সম্পদের পরিমাণ মাত্র ১.৫১ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২৯৪ জন বিধায়কের সবমিলিয়ে রয়েছে ২.৮০ কোটি টাকার সম্পত্তি। তবে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস এর দেওয়া তথ্য সূত্রে জানা গিয়েছে সব মিলিয়ে দেশের সমস্ত বিধায়কদের সম্পত্তির মোট পরিমাণ ৭৩ হাজার ৩৪৮ কোটি টাকা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।