হুগলি স্টেশনে ধুন্ধুমার, ট্রেন আটকানোয় ধর্মঘটীদের সাথে তুমুল বচসা নিত্যযাত্রীর

Published on:

Workers Strike

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ, বুধবার ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্প ফেডারেশনের তরফ থেকে দেশজুড়ে ২৪ ঘণ্টার জন্য সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। আর তার জেরেই রাজ্যের একাধিক জেলায় নানা অশান্তির ছবি ফুটে উঠেছে। ধর্মঘট সমর্থকদের সরাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে পুলিশবাহিনীকে। বিভিন্ন জায়গায় রাস্তাও অবরোধ হয়েছে। বাদ যায়নি হুগলি স্টেশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হুগলি স্টেশনে ধুন্ধুমার!

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দেশজুড়ে ২৪ ঘণ্টার জন্য সাধারণ ধর্মঘট ডাকার কারণে হুগলি স্টেশন ট্রেন আটকে দেয় CPIM সমর্থকরা। আর সেখানেই নিত্যযাত্রীর রীতিমত খন্ড যুদ্ধ বেঁধে যায় ধর্মঘটীদের। বনধ সমর্থনকারীদের শাসাতেও দেখা যায়।

শেষে অবস্থান বিক্ষোভ বসা কর্মীদের হাটিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। জানা গিয়েছে, আজ ধর্মঘটের জেরে শহর ও শহরতলিতে মোট ৫০টি মিছিল বের হবে। এন্টালি, যাদবপুর, গার্ডেনরিচ, হাওড়া থেকে মিছিল হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একাধিক জায়গায় শুরু হয়েছে ধর্মঘট!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুরের ৮বি-তেও ধর্মঘট পালন করেন ধর্মঘটীরা। সেখানে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। দক্ষিণ দিনাজপুরেও এদিন সকাল থেকে একই চিত্র। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সরকারি বাস স্ট্যান্ডের সামনে করা হয় পিকেটিং।

এদিকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বলা হয় রাস্তা অবরোধ বেআইনি। অন্যদিকে সকাল থেকেই বালুরঘাটে বন্ধ রয়েছে বেসরকারি বাস। তাই সেখানে হাতেগোনা কয়েকটি সরকারি বাস চলছে।

আরও পড়ুন: তোলাবাজি করাই হল কাল! হাওড়ায় সরকারি চাকরি গেল TMC নেত্রীর স্বামীর

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার শ্যামনগর ও ইছাপুরের মধ্যে ২২ নম্বর লেভেল ক্রসিংয়ের গেট অবরোধ করেন বাম সমর্থকেরা। ৩০ মিনিট ধরে অবরোধ চলার পরে পুলিশি সহায়তায় অবরোধ ওঠে। এরপর হাওড়ায় বালি জুট মিলের গেটের সামনেও কিছু সময়ের জন্য কর্মবিরতি হয়।

এমনকি বন্ধের প্রভাব পড়েছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় রেল স্টেশনেও। সিপিএম সমর্থকরা এদিকে হাওড়া- কাটোয়া আপ লোকাল ট্রেন আটকে রেললাইনে অবরোধ চালিয়ে যাচ্ছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group