ফের দুর্ঘটনা! এবার হেলিকপ্টারে চড়তে গিয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী, কেমন আছেন মমতা?

Published on:

mamata-helicopter

লোকসভা ভোটের আবহে ফের একবার শিরোনামে উঠে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে বেরিয়ে আচমকাই চোট পেলেন তিনি। জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে হেলিকপ্টারে ওঠার পর আসন বসতে গিয়ে আচমকাই পা পিছলে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, তিনি সামান্য আঘাত পেয়েছেন। যদিও পরে তাঁর সুরক্ষা কর্মীরা তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে উঠছেন। সিট বসতে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই পড়ে যান তিনি। এরপর তাঁকে সাহায্য করতে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তিনি অবশ্য আসানসোলের কুলটির উদ্দেশ্যে পরে রওনা হন।

উল্লেখ্য, চলতি বছরের গত মার্চ মাসেই বড়সড় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়িতেই পড়ে যান তিনি। তাঁর মাথা ফেটে রক্ত ঝরতে দেখা যায়। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি অবধি করানো হয়। এদিকে ঘটনাকে ঘিরে সেইসময়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসেও হেলিকপ্টার থেকে নামতে গিয়ে মমতা বাম হাঁটু এবং ডান কাঁধের আঘাত পান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group