‘মনে হচ্ছিল আমার পরিবারের কাউকে হারালাম..’ এবার আরজি কর কাণ্ড নিয়ে কলম ধরলেন মমতা!

Published on:

mamata banerjee

প্রীতি পোদ্দার: দেখতে দেখতে আরজি কর কাণ্ডের প্রায় ২ মাস হতে চলল। কিন্তু তদন্তের এখনও জট কাটেনি। এদিকে সুবিচারের আশায় নৃশংস এই ঘটনার প্রতিবাদের ঢেউ রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশে, এমনকী বিদেশেও আছড়ে পড়েছে। একের পর কর্মসূচি, বিক্ষোভ, রাত দখলের লড়াই, জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিছুতেই দমছে না। প্রতিবাদের কলম তুলেছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। এবার সেই তালিকায় নাম তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরজি কর প্রসঙ্গে কলম ধরলেন মুখ্যমন্ত্রী

WhatsApp Community Join Now

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার মহালয়ার দিনে নজরুল মঞ্চে ‘জাগো বাংলা’র শারদ সংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবার তৃণমূলের এই মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে এবার কলম ধরলেন বাংলার দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন ‘মনে হচ্ছিল আমার পরিবারের কাউকে হারালাম’। তাঁর লেখায় উঠে এল ‘অপরাজিতা আইন’ প্রসঙ্গও। সঙ্গে নিজের লেখা একটি গানের অ্যালবামেরও উদ্বোধন করলেন তিনি। এদিন তিনি বলেন, “আমি প্রচ্ছদ করেছি এবার। আজ আমি জেলার চারশো পুজো উদ্বোধন করব। আমি চাই মা সবাইকে ভালো রাখুক। যাঁরা কাউন্সিলর আছেন, তাঁরা জাগো বাংলার শারদীয়া কিনুন৷ অনেক তথ্য দেওয়া রয়েছে তাতে। অনেক কষ্ট করে এটা তৈরি করা হয়৷ আমরা এর জন্য এক পয়সাও বিজ্ঞাপন নিই না। ”

উৎসব এবং বন্যা প্রসঙ্গে মুখ খুললেন মমতা!

এছাড়াও সাম্প্রতিক বন্যা পরিস্থিতি প্রসঙ্গ টেনেও তিনি আরও বলেন, “অনেক বানভাসি মানুষ আছেন। তাদের পাশে সাধ্যমতো থাকুন। আমরা অনেক করেছি। আমাদের দল অনেক করেছে। আমরা চুপ করে কাজ করেছি। আর আমি সবসময় মনে করি চুপ করে কাজ করা উচিত। বেশি বকবক করা উচিত নয়।” এমনকি পুজো প্রসঙ্গেও তিনি নানা বক্তব্য রাখেন। তিনি বলেন, “ অনেকে বলেন পুজো কেন করব। আসলে আমরা মনে করি সবাইকে নিয়ে চলায় একটা প্রাণ আছে। অনেক বড় বড় পুজো কলকাতায় হয়৷ অনেক ভালো পুজো এবার জেলায় হচ্ছে ৷ পুলিশের সাথে সমন্বয় রাখুন ৷ প্রবীণ, শিশু ও মহিলাদের দিকে বেশি করে নজর রাখুন।”

আরও পড়ুনঃ ঠাকুর দেখতে বেরনোর আগে সাবধান, আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আবহাওয়ার খবর

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার, মহালয়ার দিন দুপুর ১২টা নাগাদ সোদপুরে নির্যাতিতার বাড়িতে একজন মহিলা-সহ ৩ সদস্যের CBI এর একটি দল নির্যাতিতার বাড়িতে ঢোকেন। চলে চিরুনি তল্লাশি অভিযান সহ একাধিক প্রশ্নোত্তর পর্ব। নির্যাতিতার ঘরেও তল্লাশি চলে। জিজ্ঞাসাবাদও করা হয় পরিবার ও প্রতিবেশীদের। এরপর দুপুর ১টা নাগাদ তাঁরা বেরিয়ে যায়। এর আগেও একাধিকবার নির্যাতিতার বাড়ি গিয়েছেন CBI আধিকারিকরা।

সঙ্গে থাকুন ➥