Indiahood-nabobarsho

হাইকোর্টে হুলস্থূল! আদালতেই আইনজীবীকে মারধরের অভিযোগ কল্যাণের বিরুদ্ধে

Published on:

Kalyan Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে কল্যাণ (Kalyan Banerjee) এবং সৌগতর ‘সম্পর্কের’ কথা কারও অজানা নয়। দলের অন্দরেই মাঝে মধ্যেই দুই সাংসদের মধ্যে বেধে যায় জোর তর্ক বিতর্ক। ক’দিন আগেই দমদমের সাংসদকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ‘নারদার চোর’ বলায় কল্যাণকে ‘মেন্টাল কমপ্লেক্সে’ আছে বলে কটাক্ষ করেন সৌগত। বরাবরই দুজন দুজনকে তিরস্কার করে থাকেন। আর এবার এই সোগতকে নিয়েই বেধে গেল তুমুল তর্ক বিতর্ক। অভিযোগ, আদালতকক্ষের ভিতরেই এক আইনজীবীকে মারধর করেছেন কল্যাণ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ওই আইনজীবী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

সূত্রের খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, আদালতকক্ষে দুই আইনজীবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী অশোককুমার নাথের মধ্যে জোর বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত এই বিতর্ক নাকি হাতাহাতিতে পৌঁছয়। যার দরুন বাধ্য হয়ে কল্যাণের বিরুদ্ধে বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিন আইনজীবী অশোককুমার নাথের অভিযোগ কল্যাণ নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তিনি কল্যাণের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন তোলেন সাংসদ অধ্যাপক সৌগত রায় সম্পর্কে কেন বাজে কথা বলছেন! আর সেই কথা শোনার পরেই তাঁর দিকে ঝাঁপিয়ে পড়েন কল্যাণ। শুধু তাই নয়, এজলাসের মধ্যেই কল্যাণ তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন তিনি।

কল্যাণের বিরুদ্ধে মারধরের অভিযোগ

এছাড়াও অভিযোগপত্রে আইনজীবী অশোককুমার নাথ আরও জানিয়েছেন যে, “ বারংবার কল্যাণকে মারধর না করার অনুরোধ জানালেও নাকি, আদালতকক্ষের মধ্যে বচসা শুরু করেন। তিনি এতে রেগে যান যে আমার কলার ধরে মারধর করেন, আমার মুখে ঘুষি মারেন এবং লাথিও মারেন। আমার মুখ থেকে রক্ত পড়ছিল। কল্যাণ আমার বিরুদ্ধেও কুমন্তব্য করেন। অন্যেরা ওঁকে না আটকালে আমাকে উনি মেরেও ফেলতে পারতেন।’’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে মারধরের প্রসঙ্গ সম্পূর্ণ উড়িয়ে দিলেন অভিযুক্ত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি কাল কোর্টে বসেছিলাম। ওই আইনজীবী হঠাৎ পাশ থেকে এসে আমাদের দলের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে মন্তব্য করছিলেন। আমি ওঁকে বলি, এটা আলোচনার জায়গা নয়। কিন্তু উনি বলেই চলেন। আমাকে প্ররোচনা দেওয়া হয়। তখন আমি ওঁকে ঠেলে সরিয়ে দিই। মারধর করেছি এসব ফালতু কথা।”

পাল্টা কটাক্ষ কল্যাণের

এছাড়াও এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে, “ সম্পূর্ণ রাজনৈতিক রং লেগেছে এই ঘটনায়। আসলে অশোককুমার বাবুকে কিছু বিজেপির লোক আমার নামে হাওয়া দিয়েছেন। তাঁদের মধ্যে এক জন বার কাউন্সিলের ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন। সেই তিনিই যখন সুইৎজারল্যান্ডে পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছিলেন, বিজেপির ওই আইনজীবীকে আমি উদ্ধার করেছিলাম। এখন সেই আমার নামে মিথ্যে রটনা ছড়াচ্ছেন।’’

আরও পড়ুনঃ নতুন রেলপথ পাচ্ছে বাংলা? বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

এর আগে বর্ষীয়ান নেতা সৌগত রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন কল্যাণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগতকে শুধু চোর বলেই ক্ষান্ত থাকেননি, বর্ষীয়ান রাজনীতিকের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। বলেছিলেন, “সৌগত রায়ের কোনও ক্যারেক্টর নেই, নারদায় টাকা নিয়েছেন। ওঁর জন্য দলেই ভাবমূর্তি নষ্ট হয়েছে।” এদিকে গতকালের ঘটনায় সেই দ্বন্দ্ব আরও একমাত্রা বাড়িয়ে দিয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group