বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য ভারতের নাম উজ্জ্বল করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর মাটিতে পা রেখেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তাঁর পৃথিবীতে আগমনের খবর পেতেই আনন্দে আত্মহারা দেশবাসী। এহেন আবহে ভিন্ন সুর চড়ালেন কংগ্রেস নেতা উদিত রাজ। শুক্রবার নিজের X হ্যান্ডেলে শুভাংশুর মহাকাশ ভ্রমণকে নিশানায় এনে কংগ্রেস নেতা লেখেন, শুভাংশুর বদলে কোনও দলিতকে মহাকাশে পাঠানো উচিত ছিল। হাতের নেতার এমন বক্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।
শুভাংশুকেও বিতর্কে জড়িয়ে দিলেন উদিত রাজ!
সোমবার, ভারতীয় সময় দুপুর 3টেতে ড্রাগন গেস মহাকাশযানে চেপে প্রশান্ত মহাসাগরের ওপর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করেন শুভাংশু শুক্লা সহ আরও 3 মহাকাশচারী। আর এরপরই ঝড় ওঠে নেট দুনিয়ায়। Axiom 4 মিশনের পর শুক্লার পৃথিবীতে ফিরে আসার খবর চোখের পলকে ছড়িয়ে যায় সর্বত্র।
আর ঠিক সেই আবহেই আচমকা শুভাংশুর মহাকাশ মিশনে রাজনীতির রঙ চাপালেন কংগ্রেস নেতা উদিত রাজ। এদিন নিজের X হ্যান্ডেলে থেকে একটি মাঝারি পোস্ট শেয়ার করেছেন কংগ্রেস নেতা। সেখানে উদিত প্রশ্ন তুলেছেন, ভারতীয় বায়ু সেনার পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে Axiom 4 মিশনের জন্য বেছে নেওয়া হল, কিন্তু কেন তার বদলে একজন দলিতকে মহাকাশে পাঠানো হল না?
নিজের X হ্যান্ডেলে ওই কংগ্রেস নেতা লিখেছেন, দেশে প্রতিভার অভাব রয়েছে এমন নয়, বরং সুযোগের অভাবেই এমনটা হচ্ছে। বিজেপি এবং RSS দলিত ও OBC বিরোধী! তাদের কাছ থেকে এমন ব্যবহার আশা করা যায় না। এদিন বিরোধী পক্ষকে ঠুকে কংগ্রেস নেতা আরও লেখেন, সুযোগ পেলে দলিত ও OBC শ্রেণীর ঘরেও হাজার হাজার রাকেশ শর্মা, শুভাংশু শুক্লারা জন্ম নিতে পারে।
অবশ্যই পড়ুন: আদালতে বিদ্যুৎ বিভ্রাট, সুযোগ বুঝে পালালেন আসামী! শিরোনামে সেই বাংলাদেশ
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভাংশুর পৃথিবীতে ফেরা নিয়ে ভারতীয় মহাকাশচারীকে অভিনন্দন জানিয়েছিলেন উদিত রাজ। তবে তার মাঝেও দলিত প্রসঙ্গ জুড়ে কংগ্রেস নেতা তাঁর পোস্টে বারবার আদিবাসী শ্রেণীর মানুষদের সুযোগ দেওয়ার কথা বলেছেন।
উদিত নিজের পোস্টে এও লেখেন, এর আগে রাকেশ শর্মাকে মহাকাশে পাঠানো হয়েছিল, তখন অবশ্য দলিত শ্রেণী থেকে কোনও শিক্ষিত ব্যক্তি উঠে আসেননি। কিন্তু এখন? শুভাংশুকে মহাকাশে পাঠানো হল। কিন্তু কেন এবারও কোনও দলিতকে মহাকাশে পাঠানো গেল না! সোমবার ভারতীয় মহাকাশচারীর পৃথিবীতে ফেরার খবর পেতেই মূলত দলিত প্রসঙ্গ জুড়ে নিচু শ্রেণীর মানুষের সুযোগ না পাওয়ার বিষয়টিকেই বারংবার তুলে ধরেছিলেন কংগ্রেস নেতা। যা ইতিমধ্যেই বিরোধী শিবিরে বিতর্কের জন্ম দিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |