প্রীতি পোদ্দার, কলকাতা: ‘দৌড় করিয়ে করিয়ে মারব!’ এবার বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং সদস্য কৌশিক মাইতিকে বারাসতে (Barasat ) মিটিং মিছিল নিয়ে অন ক্যামেরায় সরাসরি চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা নীলাভ ব্যানার্জী। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর এদিকে নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি কংগ্রেস নেতার এই হুঁশিয়ারি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
সমবেদনা জানাতে গিয়ে মারধর!
বিহারে ভোটার অধিকার যাত্রা থেকে কংগ্রেস কর্মীদের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা-কে নিয়ে নানা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল, যার প্রতিবাদে গত শুক্রবার, ২৯ আগস্ট, বিজেপি কর্মীরা কলকাতার কংগ্রেস কার্যালয়ে হামলা চালায়। এই ঘটনার পর বাংলাপক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং সদস্য কৌশিক মাইতি কংগ্রেস কার্যালয়ে সমবেদনা জানাতে গিয়েছিল। কিন্তু তাতেই ঘটে আরও বড় বিপদ। সেখানেই আচমকা বড় বাজারের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক, প্রদেশ কংগ্রেস সেবা দল সভাপতি রাহুল পান্ডে ও প্রমোদ পান্ডের নেতৃত্বে গর্গ ও কৌশিকের উপর ১৫-২০ জন হিন্দি-উর্দুভাষী দুষ্কৃতী হামলা চালায়।
বাংলা পক্ষকে সরাসরি চ্যালেঞ্জ নীলাভর
এমনিতেই ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের একাধিক ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের সংঘাত তুঙ্গে, আর এই আবহে বাংলা পক্ষের সঙ্গে এবার বিতর্কে জড়াল কংগ্রেস পক্ষ। মূলত বাংলায় জাতিগত ও ভাষাগত বিভেদের জেরে এই পরিণতি, আর সেই বাকবিতণ্ডা আরও উসকে দিল কংগ্রেস নেতা নীলাভ ব্যানার্জী। তিনি সরাসরি বাংলাপক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং সদস্য কৌশিক মাইতিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যদি ক্ষমতা থাকে তাহলে বারাসতে এসে বা আমাদের কংগ্রেস পার্টির পিছনে একটা মিটিং করে দেখাক। বাবার নাম ভুলিয়ে দেব।’
আরও পড়ুন: TET পাশ না হলে চাকরি যাবে শিক্ষকদের! বড় রায় সুপ্রিম কোর্টের
কংগ্রেস নেতা নীলাভ ব্যানার্জী এদিন বাংলাপক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং সদস্য কৌশিক মাইতির উদ্দেশে হুঁশিয়ারি দেন। তিনি সংবাদ মাধ্যমে অন ক্যামেরায় আরও বলেন যে, বারাসতে মিছিল করতে আসলে এমন মার মারব, যে বাবার নাম ভুলেই যাবে। রাস্তা দিয়ে দৌড় করাব, দেখব তখন বুকের কত পাটা।” যদিও এই নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |