প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে ইতিমধ্যে চাকরি বাতিলকে ঘিরে এক চাপা উত্তেজনা ছড়িয়েছে। শিক্ষক শিক্ষিকারা হাতে পড়ার বই, চক, ডাস্টার ছেড়ে এখন রাস্তায় নিজেদের হকের চাকরি বাঁচাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে। ক্রমেই বেহাল অবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থার। আর এই আবহেই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) ‘বিদ্যাসাগরের উত্তরসূরী’ বলায় জোর বিতর্ক বাঁধল রাজনৈতিক ময়দানে। বিরোধীরা তো বটেই এবার বিদ্যাসাগরের পরিবারের সদস্যও জোর সমালোচনা শুরু করল।
ঘটনাটি কী?
গতকালই দু’দিনের সফরে মেদিনীপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে স্বাগত জানাতে এলাহি ব্যবস্থা করেছে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা। বানানো হয়েছিল ফেস্টুন। কিন্তু এবার সেই ফেস্টুনকে ঘিরেই শুরু হল বিতর্ক। কারণ সেই ফেস্টুনে লেখা ছিল – ‘বিদ্যাসাগরের উত্তরসূরী নারী শিক্ষার অগ্রদূত স্বাগতম’! অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা ‘বিদ্যাসাগরের উত্তরসূরী’ হিসেবে চিহ্নিত করেছেন। আর তাই নিয়ে এবার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এমনকী, বিদ্য়াসাগরের পরিবারের সদস্যরাও ক্ষোভ প্রকাশ করলেন।
প্রশ্ন তুলল বিদ্যাসাগরের পরিবারের সদস্যরা
সমাজে মেয়েদের শিক্ষার আলো জ্বালাতে প্রথম এগিয়ে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারীশিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি সমগ্র সমাজকে সচেতন করেছিলেন শিক্ষা নিয়ে। কিন্তু, সেই নবজাগরণের এত বছর পরও বাংলায় এখনও নাবালিকাদের ১৮ এর আগেই বিয়ে হয়ে যাচ্ছে। শুধু তাই নয় মেয়েদের একটা বড় অংশ এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত। কিন্তু বিদ্যাসাগর তো এমন সমাজ দেখতে চাননি, তাহলে কী কারণে মুখ্যমন্ত্রীকে বিদ্যাসাগরের উত্তরসূরি বলা হচ্ছে, সেই প্রশ্নই তুলছেন বিদ্যাসাগরের পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ যোগ্য, অযোগ্য নয় …. আপনার চাকরিটা আছে কিনা সেটা দেখা দরকার! শিক্ষকদের বার্তা মমতার
এই প্রসঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিবারের সদস্য প্রসাদ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে “রক্তের সম্পর্ক ছাড়াও ভাবধারা অনুসরণকারীদের উত্তরসূরি বলা যায়। কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ঠিক কী ধরনের উত্তরসূরি যেখানে স্কুল থেকেই পছন্দের যুবককে নিয়ে নাবালিকারা চম্পট দিচ্ছে? শুধু কি তাই আজও মেয়েরা রাতের অন্ধকারে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কী ভাবে উত্তরসূরি বলা যায়!” যদিও অনেকে আবার কোনো দোষ দেখতে পাচ্ছেন না। তাঁদের মতে, বাম জমানার তুলনায় তৃণমূলের আমলে অনেক বেশি উন্নতি হয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে বিদ্যাসাগরের উত্তরসূরি বললে ক্ষতি নেই!
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |