প্রীতি পোদ্দার, কলকাতা: ফের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল মুর্শিদাবাদে (Murshidabad Waqf Violence)। এবারেও বিক্ষোভের মূল কারণ হল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ। আর এই প্রতিবাদ-আন্দোলনের জেরে গতকাল আরও একবার রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা। পুলিশের উপর ব্যাপকভাবে হামলাও হয়েছে বলে জানা গিয়েছে। এমনকী, প্রাণ বাঁচাতে মসজিদে আশ্রয় নেন একাধিক পুলিশকর্মী। শেষে পরিস্থিতি সামলাতে বাধ্য হয়েই বিএসএফ-কে রাস্তায় নামাতে হয়েছে। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচলের উপর নিয়ন্ত্রণ ঘোষণা করা হয়েছে। এবং ১৬৩ ধারা জারি করা হয়েছে বহু জায়গায়।
আন্দোলনের ক্ষুব্ধতা প্রকাশ রাজ্যপালের!
এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে ওয়াকফ বিল নিয়ে যেভাবে হিংসা ছড়িয়েছে এবার সেই ভয়ংকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার ভিডিয়ো বার্তা প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানান, রাজ্যে বিল সংক্রান্ত হিংসার সম্ভাবনার খবর জানার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছিল। শুধু তাই নয়, গতকালকের হিংসার পরও মুখ্যসচিব এর সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েও কথা হয়। এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস ভিডিও বার্তায় জানিয়েছেন যে, “বাংলার কোথাও কোথাও কিছু লোক আইনশৃঙ্খলা নিজেদের হাতে তুলে নিচ্ছে বলে আমি খবর পাচ্ছি, যা খুবই উদ্বেগের। গণতন্ত্রে প্রতিবাদ করা যায়, কিন্তু প্রতিবাদের নামে জনশৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না এবং জনগণের জীবনকে নষ্ট করা যাবে না। দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ভিডিও বার্তায় কী বললেন রাজ্যপাল?
এছাড়াও গতকাল ভিডিও বার্তায় রাজ্যপাল আরও জানিয়েছেন যে, “বাংলার কিছু অংশে কিছু সমস্যা তৈরি হতে পারে, এমন তথ্য পাওয়ার পরই রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটি গোপন আলোচনা হয়েছিল… আজও, যখন কিছু অশান্তি শুরু হয়েছিল, তখন সরকারি কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছিল। এই ব্যাপারে মুখ্যসচিব আশ্বস্ত করেছেন যে সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং কোনওভাবেই অশান্তি বাড়তে দেওয়া হবে না। কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। শান্তি বাংলার প্রাপ্য। বাংলায় শান্তি বিরাজ করবে। এতে কোনও সন্দেহ নেই…’
আরও পড়ুনঃ চীন আমেরিকার শুল্ক যুদ্ধে লাভ ভারতের! দাম কমছে ফ্রিজ, টিভি, মোবাইলের
অন্যদিকে এই ঘটনার মাঝে জঙ্গিপুরে বিক্ষোভ চলাকালীন স্থানীয় জনতার ক্ষোভের মুখে পড়তে হয় ধুলিয়ানে স্থানীয় তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে। জানা গিয়েছে তাঁর অফিসে রীতিমত হামলা চালায় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় অফিসের মধ্যে। কোনরকমে প্রাণে বাঁচেন তিনি। সংবাদমাধ্যমে তিনি জানান, “আমি তখন শাজুরমোড় পার হচ্ছিলাম। বিক্ষোভকারীরা আমাকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালাগালি করে। কোনও সংগঠনের পতাকা বা নেতা সেখানে ছিল না। পরে পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |