প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ভোটের নির্ঘণ্ট বেজে গেল। আগামী মাসেই রাজ্যে হতে চলেছে নির্বাচন। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনল জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা-সহ দেশের পাঁচটি জায়গায় উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে শুধু বাংলা নয় এছাড়াও আরো কয়েকটি রাজ্যে উপনির্বাচন হতে চলেছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ
আজ অর্থাৎ রবিবার, পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Bye Election) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আসলে বেশ কয়েকটি কেন্দ্রে দেখা গিয়েছে যে কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যুর কারণে সেই আসন ফাঁকা, তো কোথাও পদত্যাগের কারণে ওই আসনগুলি খালি হয়েছে। তাই সেই আসনগুলি পূর্ণ করতে হতে চলেছে উপনির্বাচন। জানা গিয়েছে, আগামী ১৯ জুন, বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আসলে গত ফেব্রুয়ারিতে সেখানকার তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন। তখন থেকেই সেই আসনটি ফাঁকা।
নদীয়াতে কবে হবে নির্বাচন?
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন। সবকিছু ঠিকঠাক চললেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিজের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এদিকে তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ। তাই সেই আসন সম্পূর্ণ করতে এ বার সেখানে উপনির্বাচনের দিন ঘোষিত হল। তবে শুধু বাংলা নয়, আরও তিন রাজ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে।
কোন কোন রাজ্যে হবে নির্বাচন?
নির্বাচন কমিশনারের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, নদীয়ার কালীগঞ্জ ছাড়াও গুজরাটের কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। এবং এই নির্বাচনের ভোটগণনা হবে আগামী ২৩ জুন সোমবার। গুজরাতের কাদিতেও বিধায়ক করসনভাই পঞ্জাভাই সোলাঙ্কির মৃত্যুর ফলে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে গুজরাতের অপর কেন্দ্র বিসাবদরে বিধায়ক ভূপেন্দ্রভাই ভয়ানি বিজেপিতে যোগদান করায় পদত্যাগ করেছিলেন। তাই সেখানেও হতে চলেছে উপনির্বাচন।
আরও পড়ুন: ‘দাবি না মানলে …’ রাজ্য সরকারকে আল্টিমেটাম, সময়সীমাও বেঁধে দিলেন আন্দোলনকারীরা
এছাড়াও পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ বিধায়ক গুরপ্রীত বস্সি গোগির মৃত্যু হয় গত জানুয়ারিতে। পরিবার সূত্রে খবর নিজের বাড়িতে, গুরপ্রীত নিজের পিস্তলটি পরিষ্কার করছিলেন। তখনই ভুলবশত ট্রিগারে হাত লেগে গুলিবিদ্ধ হন তিনি। তার মৃত্যুর পর সেই আসনও এতদিন ধরে ফাঁকাই ছিল। তাই সেখানেও হবে উপনির্বাচন।
পাশাপাশি কেরলের নিলম্বুরে নির্দল বিধায়ক ছিলেন পিভি আনওয়ার। তিনিও তৃণমূলে যোগদান করায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই সেই কেন্দ্রেও উপনির্বাচন হবে আগামী ১৯ জুন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |