পুজোর পরেই বাংলায় SIR? ডেপুটি ইলেকশন কমিশনারের রাজ্য সফর ঘিরে বাড়ছে জল্পনা

Published on:

Special Intensive Revision

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি রাজনৈতিক মহলে। বিগত কয়েক মাস ধরে বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে একাধিকের নাম বাতিল হয়ে যাওয়ায় ধুন্ধুমার পরিস্থিতি রাজ্য জুড়ে। তবে এবার বিহারের পর দেশজুড়ে SIR (Special Intensive Revision) চালু করার পথে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আশা করা যাচ্ছে অক্টোবরে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। এমতাবস্থায় বঙ্গে আসতে চলেছে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার।

রাজ্যে আসছে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার!

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR-এর প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৭ সেপ্টেম্বর, বুধবার রাজ্যে আসতে চলেছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এবং ১৮ ও ১৯ সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। আশা করা যাচ্ছে ওই বৈঠকেই ভোটার কার্ডের বিশেষ নিবিড় সংশোধনী প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখা হবে। এরপর ২০ সেপ্টেম্বর তিনি দিল্লি ফিরে যাবেন। আশা করা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ পুজোর পরেই অক্টোবর থেকে শুরু হতে পারে রাজ্যে SIR প্রক্রিয়া। তবে নির্দিষ্ট করে এখনও কোনও দিনক্ষণ জানানো হয়নি।

কোন কোন রাজ্যে আগে SIR হবে?

গত বুধবার, দেশের সব রাজ্যের CEO-দের নিয়ে বৈঠকে বসেছিলেন জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে নির্বাচন প্রস্তুতি সেরে ফেলতে হবে। যেহেতু আগামী বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পন্ডিচেরি এই পাঁচটি রাজ্যে নির্বাচন হবে, সেক্ষেত্রে এই রাজ্যগুলিতেই আগে SIR শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। আর সেই সম্ভাবনার মাঝেই রাজ্যে উপস্থিত হতে চলেছে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার।

আরও পড়ুন: যাদবপুরের ছাত্রীমৃত্যুর রহস্য ফাঁস! প্রকাশ্যে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

প্রসঙ্গত, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট ১২ তম নথি হিসেবে আধার কার্ডকে চিহ্নিত করেছিল। তার পরেই রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছিল যে, SIR-এ নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বাস্থ্য সাথী কার্ড-কেও স্বীকৃতি দেওয়া হোক। আর সেজন্য মুখ্যসচিব মনোজ পন্থ এ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন। আর্জি জানানো হয়েছিল যে, আধার ও রেশন কার্ডের পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডকেও নাগরিকত্বের নথি হিসেবে যুক্ত করা হোক। তবে নির্বাচন কমিশন সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে।

সঙ্গে থাকুন ➥