প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর তার আগেই শাসকদল এবং বিরোধী দলের মধ্যেই শুরু হয়েছে একাধিক তরজা। সম্প্রতি ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে এবার বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল সাংসদ দেবকে নিশানা করেন৷ বিগত কয়েকদিনে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত ঘাটাল পরিষেবা। আর তাতেই স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়েছে দেবের ভূমিকা।
দেবকে চ্যালেঞ্জ দিলীপের
গতকাল অর্থাৎ মঙ্গলবার, ২২ জুলাই ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ সেখানকার সাংসদ দেবকে নানা কটাক্ষ করেছিলেন। এদিন সংবাদমাধ্যমে সরাসরি দিলীপ বলেন, “দেব খুব ভালো ছেলে। কিন্তু এরকম ভালো ছেলে দিয়ে কী হবে যেখানে তাঁকে দিয়ে কোনো কাজ সম্ভব নয়? উনি প্রতিবার ভোটের সময়, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করার প্রতিশ্রুতি দিলেও বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন?”
এমনকি মুখ্যমন্ত্রীকে নিশানা করে দেবের বিরুদ্ধে এও বলেন যে, “জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে। দেব যদি বলে যে রাজনীতি করবে না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। কার চাপে দেব এখনও রাজনীতি করছে? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতেও চায়নি। আমি বলছি, দম থাকলে বেরিয়ে এসো।”
আরও পড়ুন: DA মামলায় রাজ্য সরকারের উপর জোড়া চাপ! দায়ের দু’দুটি আদালত অবমাননার অভিযোগ
কী বলছেন দেব?
যদিও প্রথমদিকে দিলীপ ঘোষের এই চ্যালেঞ্জ নিয়ে কোনো মন্তব্য না করলেও, পরে গুছিয়ে উত্তর দেন ঘাটাল সাংসদ তথা অভিনেতা দেব। তিনি বলেন, ”আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। আমার থেকে বড় বড় নেতারা সাংসদ ছিলেন। যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা এত সহজ হত তাহলে অনেক আগেই তা সম্পন্ন হত। এতদিন পরে থাকত না।”
এরপরই নাম না করে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সপাটে জবাব দেন দেব। তিনি বলেন, “আমি কাদা ছোড়াছুড়ি করি না। পছন্দও করি না। আমি জানি আমার দায়িত্ব কী। যারা ভোট দিয়েছেন তাঁরাও জানেন দেব কী করে, সেটাই যথেষ্ট। আর আমি জানি যতদিন না কাজ শেষ হবে আমাকেই গাল খেতে হবে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |