‘আমি ঘেয়ো কুকুর নাকি?’ দলবদলের প্রসঙ্গ উঠতেই বিস্ফোরক দিলীপ ঘোষ

Published on:

Dilip Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেশ তুঙ্গে৷ তার উপর সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই নিজের দলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ দূরত্ব এসে গিয়েছে। যার ফলে তৃণমূলে যোগদানের এক সম্ভাবনা তৈরি হয়েছিল। এমতাবস্থায় এবার নিজের মেজাজেই রাজনৈতিক আক্রমণ জারি রাখলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা নিয়ে বড় চমক!

অনেকদিন আগেই বিজেপির এই দোর্দণ্ডপ্রতাপ নেতা দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে ২১ জুলাইয়ের দিন তিনি চমক দেবেন। আর তাতেই অনেকে ভেবেছিলেন যে এবার হয়তো পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দেবেন এই নেতা। কিন্তু তা নয়, এবার তিনি তৃণমূলের ‘শহিদের’ পাল্টা বিজেপির ‘শহিদ’ দিবস পালনের এক ঝটকা দিলেন সকলকে। এদিন দিলীপ ঘোষ বলেছেন, ‘বিজেপি একুশে জুলাই শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা করছে এটা কি কোনও চমক নয়?”

তৃণমূলকে কটাক্ষ দিলীপের

এখানেই শেষ নয়, শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে এদিন দিলীপ ঘোষ বলেছেন, “আমরা মনে করি, শহিদ তো আমাদের হয়েছে। যে শহিদদের নিয়ে এত নাটক, তারা তো কংগ্রেসের। এদিকে এতদিন এই দিনটায় তৃণমূল নিজেদের একটা বাৎসরিক অনুষ্ঠান করে আসছে। প্রতি বছর এই দিনে ডিম ভাতের প্রোগ্রাম চলে। তাহলে তৃণমূলের সঙ্গে ওদের কী সম্পর্ক?”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তিনি আরও বলেন, “তৃণমূল যাঁদের স্মরণ করবে, তাঁরা কোনও রাজনৈতিক দলের হাতে খুন হননি, তাঁরা পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন। আরা যাঁরা গুলি চালিয়েছিলেন বা যাঁদের নির্দেশে গুলি চলেছিল, তৃণমূল তাঁদেরই মঞ্চে বসিয়ে রাখবে।’’এছাড়াও এই দিন দলবদলের প্রসঙ্গ উঠে আসে।

আরও পড়ুন: রক্তাক্ত স্মৃতির ২১ জুলাই! ঠিক কী ঘটেছিল ১৯৯৩-এর ওইদিন? জেনে নিন আসল তথ্য

দলবদলের জল্পনা নিয়ে বিস্ফোরক দিলীপ

দিলীপ ঘোষ সেট দলবদলের প্রসঙ্গ উঠতেই পাল্টা মন্তব্য করে জানান যে, ‘আমি কি ঘেয়ো কুকুর নাকি যে সকাল-সন্ধ্যা এ বাড়ি, ওই বাড়ি ঘুরে বেড়াব? যারা নিজেরা এই দল, ওই দল ঘুরে বেড়ায়, তারা এই ধরণের প্রচার করে। বিজেপি কর্মীরা বিকাউ নয়। মারলে রাজ্য ছাড়া হতে পারে, কিন্তু ঝান্ডা ছাড়া নয়।’

জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার বেলা ৩টে নাগাদ খড়্গপুরের গিরি ময়দানে ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভার ডাক দিয়েছেন দিলীপ ঘোষ। আর এই জমায়েত নিয়ে তিনি জানান ‘‘তৃণমূলের হাতে রাজ্যে বিজেপির আড়াইশোর বেশি কর্মী খুন হয়েছেন। তাঁদেরই স্মরণ করব, শ্রদ্ধা জানাব।’’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group