‘ভিডিওটি আমার নয়, ফরেনসিকে পাঠান!’ অমিত শাহকে ফোন দিলীপ ঘোষের

Published on:

Dilip Ghosh

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হ্যাঁ, একটি ভিডিও দেখিয়ে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি নাকি তাঁর। আর এ নিয়েই রাজ্য-রাজনীতিতে হওয়া গরম। তবে দিলীপ ঘোষের সাফ কথা, ভিডিওটি আমার নয়। আমার বিরুদ্ধে এটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমি এর শেষ দেখে ছাড়বো।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুলিশের দ্বারস্থ দিলীপ ঘোষ

শনিবার দিলীপ ঘোষ লালবাজার সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ইচ্ছা করেই তার ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য বিরোধী দল তার বিরুদ্ধে এই ভিডিও ভাইরাল করার চেষ্টা করছে। এটা এক প্রকার গভীর ষড়যন্ত্র। সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমার রাজনৈতিক জীবনকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। আমি এই ঘটনার তদন্ত চাই। এমনটাই দাবি করেছেন দিলীপ।

অমিত শাহকে ফোন দিলীপ ঘোষের

সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, এই বিষয়টি শুধুমাত্র পুলিশের হাতেই ছেড়ে দেননি দিলীপ ঘোষ। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি ফোন করে ঘটনার কথা জানিয়েছেন। তার কথায়, আমি স্পষ্ট বলছি যে, এই ভিডিওটি আমার নয়। এটি ফরেনসিকে পাঠান। আর এই নোংরামি বন্ধ হওয়া দরকার। আমি চুপ করে বসে থাকব না। এতদিন রাজনীতির মাঠে তীব্র ভাসনের জন্যই পরিচিত ছিলেন দিলীপ ঘোষ। এবার একেবারে লড়াকু ভূমিকায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকের তরফ থেকে ভিডিওটি ইতিমধ্যে ফরেনসিকে পাঠানো হয়েছে। তবে নেপথ্য কারা রয়েছে, কোথা থেকে এই ভিডিওটি ছড়িয়েছে, সবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি আসল তথ্য বেরিয়ে আসবে। 

আরও পড়ুনঃ হরিদ্বারের প্রাচীন মনসা মন্দিরে ভয়ঙ্কর দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনার! আহত ৩০

খড়গপুরে মুখ খুললেন দিলীপ ঘোষ

শনিবার সন্ধ্যাবেলা খড়গপুরের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, একজন পুরুষ চরিত্রকে সামনে রেখে আমার নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমার চরিত্র নীচে নামানোর ষড়যন্ত্র। এ নতুন কিছু নয়। এর আগেও আমাদের দলের সঞ্জয় যোশীর বিরুদ্ধে এরকম ভিডিও বানানো হয়েছিল। পরে ফরেনসিকে তা ভুল প্রমাণিত হয়েছে। আমার ক্ষেত্রেও একই হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group