মোদীর বঙ্গ সফরের দিন বাংলা ছাড়লেন দিলীপ! বললেন ‘দল চায় না আমি যাই’

Published on:

Dilip Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই বাড়ছে বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব! একাধিক জল্পনার মাঝে উঠে এল আরও এক চরম সত্য! জানা গিয়েছে দুর্গাপুরে মোদির সভায় থাকছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে দলীয় কাজে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। তবে কি দলের উপর মান অভিমান করেই চলে যাচ্ছেন দিলীপ? ফের নয়া জল্পনা রাজনৈতিক মহলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আমন্ত্রণপত্র নিয়ে জল্পনা

আজ অর্থাৎ শুক্রবার, ১৮ জুলাই দুর্গাপুর সভায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিগত কয়েকদিন ধরেই এই সভার আয়োজন হয়ে চলেছে। দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বঙ্গ বিজেপির তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি দুর্গাপুরের এই সভায় দিলীপ ঘোষের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। শুধু তাই নয়, এও জানা গিয়েছিল যে, দিলীপের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। যার দরুন গতকাল অর্থাৎ ১৭ তারিখ রাতেই দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলীপের

এদিকে এসবের মাঝেই দিলীপ ঘোষ নিজে দাবি করেছেন যে বঙ্গ বিজেপি নাকি তাঁকে আমন্ত্রণপত্র পাঠায়নি মোদীর জনসভায় পৌঁছনোর। যদিও বা এসবের পরে দিলীপ ঘোষ নিজে বলেছিলেন যে কর্মী হিসেবে তিনি যাবেন সভায়। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে শোনা যায়, দুর্গাপুরে তিনি যাচ্ছেন না। এদিকে পরবর্তীতে দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। যেখানে লেখেন, “আমরা থাকব, আপনি আসুন।” তাতেই সকলের মনে জল্পনা সৃষ্টি হয়। তবে অবশেষে সেই জল্পনারও সমাপ্তি ঘটলো।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দুর্গাপুরে যাবেন না দিলীপ

ইদানিং বিজেপির কোনও সভা থেকেই দেখা যায় না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। তা নিয়ে যদিও পড়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। তবে বঙ্গ বিজেপিতে শমীক ভট্টাচার্যের যুগ শুরু হতেই নাকি দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করা হচ্ছে। সেই কারণে বারবার একই প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি মোদীর সভায় দেখা যাবে দিলীপ ঘোষকে? কিন্তু সেই প্রশ্নের স্পষ্ট জবাব দিয়ে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন ‘না’।

কী বলছেন দিলীপ ঘোষ?

জানা গিয়েছে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ দমদম বিমানবন্দরে দেখা যায় দিলীপ ঘোষকে। সেখানেই বিজেপি নেতা জানান, শেষ মুহূর্তে দলের কাজে তাঁকে দিল্লি যেতে হচ্ছে। পাল্টা তখন সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় যে, মোদির সভার দিনেই কেন দিল্লি সফর? সেই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ জানান, “আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজ।”

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রুটিন প্রকাশ করল WBCHSE, কবে কোন পরীক্ষা?

দলবদলির জল্পনা

মোদির সভায় দিলীপ ঘোষের এই অনুপস্থিতি রাজ্য রাজনীতিতে এক বড় বিতর্ক তুলে ধরেছে। যেখানে সকলেই আশা করেছিল যে শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দলে আদি এবং নব্য দ্বন্দ্বের বিতর্ক কাটবে, সেক্ষেত্রে দিলীপকে আমন্ত্রণ না জানানোয় আরও প্রকট হয়েছে দলের ফাটল। তাহলে কি সত্যিই অভিমানী দিলীপ দল বদল করবে? সেই উত্তর জানার জন্য সকলে তৃণমূলের ২১ জুলাই এর শহীদ অনুষ্ঠানের দিকে নজর রেখেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group