Indiahood-nabobarsho

‘কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে আজ…’! কটাক্ষ ধেয়ে আসতেই পাল্টা দিলেন দিলীপ, নিশানায় কে?

Published on:

Dilip Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য অনেক আগেই রাজ্য সরকারের তরফ থেকে আমন্ত্রণ করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও। তাই সেই আমন্ত্রণ রক্ষা করতেই গতকাল সস্ত্রীক নিয়ে একমাত্র দিলীপ ঘোষ দিঘার জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছেন। দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কটাক্ষের বন্যা বিজেপির

কিন্তু দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং মমতার এই সৌজন্য বিনিময় পরিণত হয় দল বদলের গুঞ্জনে। সবার মুখে একটাই কথা অক্ষয় তৃতীয়ার দিনেই কি তবে দিলীপের মনে জোড়া ফুট ফুটল। সেই নিয়ে দলের তাবড় তাবড় নেতা থেকে কর্মী-সমর্থক, সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই ভ্রু কুচকানো শুরু সকলের। শুভেন্দু অধিকারী থেকে সৌমিত্র খাঁ-র মতো একাধিক বিজেপি নেতার গলাতেই দিলীপ ঘোষের দিঘা জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে চাপা ক্ষোভের সুর শোনা গিয়েছিল। এবং প্রশ্ন উঠছিল তবে কি মন্দির রাজনীতি কি তবে বদলে দেবে মমতা দিলীপের রাজনৈতিক সমীকরণ? এবার সবটাই এবার ফাঁস করল দিলীপ।

ক্ষোভ উগরে দিলেন দিলীপ

মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের পর আজও দিঘাতেই রয়েছেন দিলীপ ঘোষ। তাই আজ সকালে সেখান প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। গতকাল অনেক বিজেপি নেতা তাঁর দিঘায় জগন্নাথ দর্শন নিয়ে নানারকম কটাক্ষ করে গিয়েছে। তাই এদিন তাঁদের নাম না করেই দিলীপ ঘোষ তুলোধোনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ-সহ অন্যান্যদের। বললেন, “কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি। তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে। তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত। সবচেয়ে বড় বিষয় মমতার আঁচলের তলায় থেকে বড় হয়ে আমাকে এখন বিজেপি শেখাচ্ছে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রাজনীতি ছাড়লেও দল ছাড়বেন না দিলীপ

গতকাল থেকে দিলীপ ঘোষের বিরুদ্ধে দল বদলুর যে তকমা বারে বারে ধেয়ে আসছিল সেই নিয়েও এদিন তিনি সাফ জানিয়ে দেন, “রাজনীতি ছাড়লেও আমি পার্টি ছাড়ব না। অদ্ভুত বিষয় হল, আমি কেন ভগবানের কাছে এসেছি, তা নিয়ে প্রশ্ন! আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি, মন্দির যেই তৈরি করুন ভগবান সবার।” এরপরই তিনি বলেন, “আমার দলের কর্মীরা কেউ কেউ খুব কষ্ট পেয়েছেন দেখছি। ভাবছেন, সুইসাইড করবেন কি না। তাদের বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না। চোখের জল ফেলবেন না। আমরা রক্ত দিয়ে দলটাকে বাংলায় এই জায়গায় এনেছি।”

আরও পড়ুনঃ মন্দির উদ্বোধনে গিয়ে গুরুতর অসুস্থ, ICU-তে সৌগত রায়! বসল পেস মেকার

এরপরই নাম না করে বিজেপি নেতা সৌমিত্র খাঁ-কে একহাত নিয়ে বললেন, “যারা চারটে গার্লফ্রেন্ড রাখে, রাতের জীবন একরকম দিনের জীবন অন্য, তাঁরা দিলীপকে ভোগী বলছে! মানুষ জানে দিলীপ ঘোষ কী।” তবে দলের নেতাদের নিয়ে উষ্মাপ্রকাশ করলেও দিলীপ বুঝিয়ে দিয়েছেন, তিনি বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন। অনেকে তাঁকে সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলে বললন, “লাভ হবে না।” কর্মীদের উদ্দেশে তাঁর বক্তব্য, “ভয় পাবেন না।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group