বিয়ে তো হল, এবার মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন দিলীপ ঘোষ? জানালেন নিজেই

Published on:

Dilip Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: রীতি মেনে গতকাল অর্থাৎ শুক্রবার, বৈশাখী সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং রিঙ্কু মজুমদার। মায়ের ইচ্ছাকে সম্মতি জানিয়ে সম্পূর্ণ অনাড়ম্বর একটি অনুষ্ঠানে দিলীপ ঘোষ সহধর্মিনী হিসেবে রিঙ্কু দেবীকে গ্রহণ করলেন। অত্যন্ত ঘনিষ্ঠ কয়েক জন সেখানে আমন্ত্রিত ছিলেন। এদিন বঙ্গ বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে পরিচিত দিলীপ ঘোষ সাদা পাঞ্জবী ও ধুতিতে নিজেকে সাজিয়ে ছিলেন। সঙ্গে ছিল রজনীগন্ধার মালা ও টোপর। অন্যদিকে লাল বেনারসীতে সেজে ছিলেন নববধূ রিঙ্কু। মালাবদল এবং সিঁদুরদান পর্বের পর নবদম্পতির তালিকায় নাম লেখালেন তাঁরা।

কীভাবে পরিচয় দিলীপ, রিঙ্কুর?

৫১ বছর বয়সী রিঙ্কু মজুমদার আসলে দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। পূর্বে তিনি দলের ওবিসি ফ্রন্ট ও হ্যান্ডলুম সেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অর্থাৎ দিলীপ এবং রিঙ্কু একই দলের রাজনৈতিক কর্মী। ২০১৩ সাল থেকে রাজনীতি শুরু করেন তিনি। দিলীপ ঘোষের সঙ্গে পরিচয় হয় কর্মসূত্রে। তবে তখন আলাপ-পরিচয় ছিল একেবারে পার্টি কর্মী ও দলের কার্যকর্তার মধ্যে ঠিক যেমনটা থাকা দরকার, ততটুকুই। এদিকে দিলীপ ঘোষের প্রতিদিন মর্নিং ওয়াকের চর্চা থাকে খবরের শিরোনামে। আর সেই মর্নিং ওয়াকেই নাকি ২০২১ সালে রিঙ্কুর সঙ্গে আলাপ হয় দিলীপ ঘোষের।

মায়ের ইচ্ছেতেই বিয়ের আসরে দিলীপ!

বরাবর দিলীপ ঘোষের রাফ অ্যান্ড টাফ ইমেজ টাই বেশি ভালো লাগত রিঙ্কু মজুমদারের। আর তখন থেকেই দিলীপ ঘোষকে ভালোলাগা শুরু তাঁর। রিঙ্কু মজুমদারই দিলীপ ঘোষকে বিয়ের প্রস্তাব প্রথম দিয়েছিলেন। তবে প্রথমে নাকি বিয়েতে রাজি ছিলেন না দিলীপ। পরে দিলীপ ঘোষের মায়ের সঙ্গে কথা বলে তাঁকে দিয়ে বিয়ের জন্যে দিলীপকে রাজি করিয়েছিলেন রিঙ্কু। শেষমেশ, একপ্রকার মায়ের জোরাজুরিতেই বিয়েতে রাজি হন। এদিকে বিবাহ সম্পন্ন হতেই প্রসঙ্গ ওঠে হানিমুন ট্রিপের। আর পাঁচটা নবদম্পতি যেভাবে বিয়ের পর হানিমুনে যায় সেক্ষেত্রে দিলীপ ঘোষের হানিমুন নিয়ে কী পরিকল্পনা তা এবার প্রকাশ্যে এল।

হানিমুনে কোথায় যাচ্ছেন দিলীপ?

হানিমুন প্রসঙ্গে সদ্য বিবাহিত দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, “ পার্টির কাজে ৪০-৪২ বছর ধরে তো ঘুরেছি। তবে বিয়ের পর কোথাও তো একবার যেতে হবেই। কারণ সেটাই নিয়ম। ওনাকে একটু সময় দিতে হবে, দুজন দুজনকে চিনে নিতে হবে”। তবে নববধূকে নিয়ে কোথায় যাবেন? সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “ দেখি রিঙ্কু কী বলে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব”। তখনই রিঙ্কু দেবী জানান, “এই মুহূর্তে যা গরম, তাই হিলস্টেশন যাওয়াটাই প্রথম পছন্দ। তাই সিমলা আমাদের পছন্দ। না হলে গোয়া। এই দুটো জায়গায় ভেবে রেখেছি আমরা আপাতত।”

আরও পড়ুনঃ ১০ বছরে সর্বনিম্ন চাহিদা ডিজেলের! কারণ ইলেকট্রিক বাহন? কমতে পারে দাম?

এদিকে বিয়ের কারণে দিলীপ ঘোষের রাজনৈতিক কর্মসূচিতেও কোনও পরিবর্তন যে হবে না সেই ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিলেন তিনি। জানা গিয়েছে প্রতি দিনের মতো আজ অর্থাৎ শনিবার সকালেও নিউ টাউনে প্রাতর্ভ্রমণে বেড়িয়েছেন তিনি। তবে সঙ্গে ছিলেন না নববধূ। কারণ রীতি-আচার মেনে বিয়ের পরের দিন বাড়িতেই থাকবেন রিঙ্কু। ঘটনাচক্রে আজ আবার দিলীপ ঘোষের জন্মদিন। প্রাতর্ভ্রমণের সঙ্গীরা সকালে তাঁর জন্মদিন পালন করেছেন। এছাড়াও দমদমে আজ দিলীপের একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে সেখানেও তিনি যোগদান করবেন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

সঙ্গে থাকুন ➥