প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার, ১৮ জুলাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসেছিলেন জনসভা করতে। সেই সভায় বঙ্গের সকল বিজেপি নেতা এবং কর্মীরা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। কারণ সে দিনই তিনি সকালে দিল্লির উদ্দেশে পাড়ি দিয়েছিলেন দলের কাজে।
যাওয়ার আগে যদিও সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু, সেখানে কী বিষয়ে আলোচনা হবে তা নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য জানাননি।
গুরুদায়িত্ব দেওয়া হল দিলীপকে!
তবে গতকাল অর্থাৎ শনিবার, ১৯ জুলাই দিল্লি থেকে ফিরে এসে দিলীপ ঘোষ দিল্লি যাওয়ার কারণ জানালেন অবশেষে। বললেন, ‘‘নড্ডাজির সঙ্গে খুব গল্প হয়েছে।’’ তাতেই সংবাদ মাধ্যমের তরফ থেকে পাল্টা প্রশ্ন করা হয় যে গোটা এক ঘণ্টার বৈঠকে শুধুমাত্র গল্প হয়েছে কিনা?
তখনই দিলীপ জবাব দেন, ‘‘বিজেপির সর্বভারতীয় সভাপতি যদি আমাকে গল্প করতে ডাকেন, তা হলে কী করা যাবে! যদিও বা সংগঠন, প্রস্তুতি সবকিছু নিয়েই আমাদের কথা হয়েছে। উনি জানিয়েছেন, রাজ্যে ফিরে গিয়ে জোরদার লড়াই করুন।’’
২১ জুলাই বিজেপির শহীদ স্মরণ!
এরপরেই তিনি জানান, ‘‘বাংলায় প্রায় আড়াইশো বিজেপি কর্মী তৃণমূলের হিংসার বলি। তাই ২১ জুলাই খড়গপুরে শহিদ স্মরণ দিবস পালন করে তাঁদের শ্রদ্ধা জানাব।” ইতিমধ্যেই দিলীপ নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টেও ২১ জুলাইয়ের খড়গপুরের গিরি ময়দানে দুপুর ৩টেয় শহিদ স্মরণ দিবস পালনের ডাক দেন দিলীপ। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিজেপি মহলের প্রধান নেতৃত্ব চাইছে রাজ্যে গেরুয়া ঝড় তুলতে দিলীপ ঘোষ যেন শক্ত হাতে দায়িত্ব ভার বহন করেন।
আরও পড়ুন: ২১ জুলাইয়ের জন্য বন্ধ স্বনির্ভর গোষ্ঠীর কিচেন ক্যান্টিন! স্কুলে মিড ডে মিল রাঁধবেন শিক্ষকরা
এদিকে দিনের পর দিন দলের সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে দিলীপের। গত শুক্রবার দুর্গাপুরে যেদিন নরেন্দ্র মোদির সভা হওয়ার কথা ছিল, সেই সময় প্রথম দিকে দিলীপ ঘোষ বলেছিলেন যে, দল না ডাকলেও বিজেপির সাধারণ কর্মী হিসাবে তিনি প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন। কিন্তু পরে রাতারাতি সেই সিদ্ধান্ত বদলান তিনি।
অভিমানী দিলীপ স্পষ্ট জানিয়ে দেন যে, “আমাকে কর্মীরা ডেকেছিল তাই যাব বলেছিলাম। কিন্তু পার্টি হয়ত চায়নি আমি যাই সেই জন্য যাচ্ছি না।” শোনা যায় প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার জন্য আমন্ত্রণপত্রও নাকি তাঁকে পাঠানো হয়নি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |