বুদ্ধদেবের প্রয়াণের পর থেকে ভালো নেই, এবার হাসপাতালে ভর্তি বিমান বসু, কী হয়েছে CPIM নেতার?

Published on:

biman bose

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই প্রয়াত হন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিকে সহকর্মী এবং বন্ধুর মৃত্যুর পর থেকেই শরীর ভাল যাচ্ছিল না সিপিএম নেতা বিমান বসুর (Biman Bose)। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েকদিন আগে জ্বর হয়েছিল তাঁর। কিন্তু ওষুধ খেয়েও জ্বর না কমায় প্রবীণ এই CPIM নেতাকে গতকাল অর্থাৎ সোমবার রাতেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অসুস্থ বিমান বসু

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে সর্দি, কাশিতে ভুগছিলেন বিমান বসু। সঙ্গে জ্বরও ছিল। সঙ্গে শ্বাসকষ্ট জনিত সমস‍্যাতেও ভুগছেন তিনি। এর জেরে খুবই অসুস্থবোধ হয় তাঁর। তাই শীঘ্রই গতকাল রাতে প্রায় ৯ টা নাগাদ ৮৪ বছর বয়সি বাম নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুজফ্ফর আহমেদ ভবন থেকে দলীয় সহকর্মীরাই বিমান বসুকে হাসপাতালে নিয়ে যান। তবে আজ সকালে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিকে সামনেই উপনির্বাচন। তার আগে বিমান বসুর হাসপাতালে ভর্তি হওয়ায় বামেদের অন্দরে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।

কী বলছেন মহম্মদ সেলিম?

এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হবে। দুপুরে ডাক্তারেরা দেখবেন। তার পর কী ভাবে চিকিৎসা এগোবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।” জানা গিয়েছে প্রথমে নাকি হাসপাতালে যেতে রাজি হননি বিমান বাবু। ওই শারীরিক অবস্থায় তিনি চাইছিলেন আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতরেই তাঁর চিকিৎসা হোক। শেষে অনেক বুঝিয়ে বিমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত, ১৯৬৪ সালে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের কলকাতা জেলার সহ-সভাপতি হয়েছিলেন বিমান বসু। এরপর ১৯৭০ সালে ভারতের ছাত্র ফেডারেশনের প্রথম সর্বভারতীয় সম্পাদক হন তিনি। ১৯৭১ সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হন এবং ১৯৭৮ সালে সম্পাদকীয় সদস্য হন। এরপর ১৯৮৫ সালে সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৯৮ সালে তিনি দলের পলিটব্যুরোর সদস্য হবেন। ৮০ র ঊর্ধ্বে বয়স হলেও এখনও তিনি দলের হয়ে কাজ করে চলেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group