প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে (Salboni) তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে এক বড় আপডেট তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন আগামী সোমবার শালবনিতে আসবেন। এবং সেখানে নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করবেন। বাংলায় শিল্পের এক নতুন ইতিহাস গড়ে তুলতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে ঘটে গেল এক বড় বিপত্তি। বৃহস্পতিবার বিকালের কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিতে প্রশাসনের মঞ্চের একাংশ ভেঙে পড়ে।
মঞ্চের ওপর ভেঙে পড়ল হ্যাঙ্গার!
সূত্রের খবর, আগামী ২১ এপ্রিল সোমবার শালবনীতে নতুন পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হবে অন্যদিকে ওইদিনই জিন্দল গোষ্ঠীর বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহে জিন্দল এরিয়ার মধ্যে তৈরি হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল। অনুষ্ঠানের জন্য মঞ্চে হ্যাঙ্গার তৈরি করা হচ্ছিল। কিন্তু আচমকাই কালবৈশাখী হওয়ায় সবকিছু তছনছ হয়ে গেল। মঞ্চের উপরে হ্যাঙ্গারের বিরাট অংশ ভেঙে পড়ে। ঝড়ের দাপটে মঞ্চের টানানো কাপড়ও ছিঁড়ে যায়। গোটা মঞ্চ যেন ওলট পালট হয়ে যায়। এদিকে ৩০ এপ্রিল দিঘাতেও জগন্নাথধামের উদ্বোধন করা হবে। সেখানে একাধিক তাঁবুও করা হচ্ছে।
ঝড় বৃষ্টি নিয়ে মুখ্যমন্ত্রীর আগাম সতর্কতা
এদিকে হাতে বেশি সময় নেই, সোমবারই শালবনিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইতিমধ্যেই দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে সেখানে। স্তম্ভ এবং খুঁটিগুলি আরও শক্তপোক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে, যাতে ঝড় এলেও আর কোনও বিপত্তি না হয়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাম সতর্ক করে দিয়েছিলেন যে এখন যেহেতু ঝড় বৃষ্টির সময়। তাই সেক্ষেত্রে যেন সতর্কতা অবলম্বন করা হয়। তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে দলের অন্দরমহলে। অন্যদিকে আবার ঘাটাল, দাসপুর চন্দ্রকোণায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয়েছে গতকাল।
আরও পড়ুনঃ ৭ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট! আদৌ প্লে অফে জায়গা করতে পারবে KKR? দেখুন সমীকরণ
ঝড়ের দাপটে বৈকুন্ঠপুরে গাছ পড়ে মেদিনীপুরগামী রাস্তায় যানচলাচল বেশকিছুক্ষণ বন্ধ থাকে। একই অবস্থা হয়েছে কলকাতা লাগোয়া হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও। বিকেল থেকেই ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে গোটা আকাশ। তার উপর আবার বজ্রপাতের দাপট রয়েছেই। জানা গিয়েছে গতকাল পাটের ক্ষেতে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে বছর ৫৫-র কুমারেশ ঘোষ। তিনি মুর্শিদাবাদের সাগরপাড়ার বাসিন্দা। অন্যদিকে হরিহরপাড়াতেও চাষের জমিতে কাজের সময় বজ্রাঘাতে বছর ৭২-র শ্যামল মাল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |