“ফতোয়া জারি করুন, নইলে পদত্যাগ করুন!” মমতাকে আক্রমণ দুর্গাপুরের নির্যাতিতার বাবার

Published:

Mamata Banerjee
Follow

প্রীতি পোদ্দার, দুর্গাপুর: দুর্গাপুরে মেডিক্যাল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর সেই ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে। এবার সেই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন দুর্গাপুর ধর্ষণকাণ্ডের নির্যাতিতার বাবা।

কী বললেন নির্যাতিতার বাবা?

রবিবার নির্যাতিতার বাবা জানিয়েছেন, “তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) খুব ভালো কথা বলেছেন। আমরা তাকে আজ রাতে একটি ফতোয়া জারি করতে বলব যে আগামীকাল সকাল থেকে কোনও মেয়েকে তার বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না। এটা ভালো হবে। কোনও মেয়ে বাইরে না বেরোলে কোনও ঘটনা ঘটবে না।” এছাড়াও তিনি আরও বলেন, “যদি তিনি তাঁর কাজটি করতে না পারেন, তাহলে তাঁর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গে, ওড়িশার এক মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনা কী বার্তা দিচ্ছে?” নির্যাতিতার বাবা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা ঠিকভাবে দেখছেন না। সেই কারণেই তিনি ভুক্তভোগীর উপর দোষ চাপাচ্ছেন। তাঁর এই আচরণকে খুবই আপত্তিকর।

ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশন

এদিকে দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি বলেন, ‘ আমরা কীভাবে বলতে পারি যে সন্ধ্যায়, অর্থাৎ দিনে ১২ ঘণ্টা, একটি মেয়েকে ঘরে বন্দি থাকতে হবে। আজকের যুগে দাঁড়িয়ে মহিলারা হাসপাতালে, আইটি সেক্টরে এবং সর্বত্র পুরুষদের সঙ্গে সমানভাবে কাজ করছে। আজকের ভারতীয় মেয়েরা ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছে। তাই মহিলাদের পাশে দাঁড়ানো এবং মহিলাদের সুরক্ষিত করার জন্য আইন প্রণয়ন করা মুখ্যমন্ত্রীর দায়িত্ব… আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করতে পারি না যে মেয়েদের ঘরে থাকতে হবে… এটা ঠিক নয়।…’

আরও পড়ুন: ‘বিকৃত নয়, উনি রাতে মেয়েদের বেরোতে না করেছিলেন!’ ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর

আসলে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ওই মেয়েটি বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ত। রাত ১২টা ৩০ মিনিটে কীভাবে বাইরে এল? যতদূর জানি, ঘটনাটা জঙ্গলের পাশে ঘটেছে। তদন্ত চলছে। তবে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকেও ছাত্রছাত্রীদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে।” এরপরে তাঁর একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়। আর সেটা নিয়েই যত বিতর্ক। এরপর সমালোচনার মধ্যে পড়ে গতকাল অর্থাৎ রবিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, তাঁর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে সংবাদমাধ্যম। এদিকে রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার ভিডিও পোস্ট করে দাবি করেন যে, বিকৃত করা হয়নি। উনি ওটা বলেছিলেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join