প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত ১ সপ্তাহ ধরে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন বা SSC দুর্নীতি মামলাকে ঘিরে উত্তেজনামূলক পরিস্থিতি চলছে। সদ্য এই মামলায় সুপ্রিম কোর্টের এক রায়েই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার। যোগ্য অযোগ্য আলাদা না করতে পারায় ২০১৬ র গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের রায়কে বহাল রেখে রাতারাতি চাকরি চলে গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। যা নিয়ে বিক্ষোভ আন্দোলন লেগেই রয়েছে। আর এই আবহে ফের প্রাথমিক দুর্নীতির মামলা উঠল আদালতে। তবে এবার সেই মামলায় সাক্ষ্য প্রদান ঘটল এক আজব ঘটনা।
ঘটনাটি কী?
সূত্রের খবর, গতকাল,বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে (WB Recruitment Case) পার্থ চট্টোপাধ্যায় এর ইডির মামলার বিচার চলছিল কলকাতার বিচারভবনে। সেই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সাক্ষী হিসাবে এক ব্যক্তিকে আদালতে হাজির করানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে। সেই ব্যক্তিকে পার্থ এবং অর্পিতার একটি ভুয়ো সংস্থার ডিরেক্টর হিসেবে সাক্ষী দেওয়ার জন্য আদালতে নিয়ে আসা হয়। কিন্তু আদালতে উপস্থিত হওয়ার পর থেকেই লক্ষ্য করা হয় যে তিনি বার বার নিজের হাত দেখছিলেন।
সাক্ষীকে বিশেষ নির্দেশ বিচারকের
গোটা বিষয়টি আদালতে উপস্থিত কয়েকজন আইনজীবীও লক্ষ্য করছিলেন। যে ভাবে ওই ব্যক্তি বারবার হাত দেখছিলেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাতে তিনি নিশ্চয়ই কিছু লিখে রেখেছেন। কিন্তু সেই লেখার বিষয়বস্তু ঠিক কী তা নিয়ে আইনজীবীরা কৌতূহলী হন। পরে সাক্ষীকে হাতে লেখার বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রথমে তিনি ইতস্তত বোধ করছিলেন। পরে যে হাতে কিছু লেখা নেই, সেই হাতটি তুলে দেখিয়েছিলেন সকলকে। এরপর সকলে দ্বিতীয় হাতটি দেখতে চায় আর তখনই উঠে আসে আসল সত্য। দেখা যায় দ্বিতীয় হাতের তালুতে ওই ব্যক্তি সংস্থার নাম হাতে লিখে এনেছিলেন।
আরও পড়ুনঃ সেকেন্ডের মধ্যে গুঁড়িয়ে যাবে শত্রু, ভারতের এই মারণ অস্ত্রকে ভয় পায় বিশ্ব
এদিকে সাক্ষীর হাতে এইভাবে লেখা তথ্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকশ করেন বিচারক। এবং সেই মুহূর্তে সাক্ষীকে নির্দেশ দেওয়া হয় অবিলম্বে তিনি যেন সাবান দিয়ে হাত ধুয়ে আসে। কারণ এ ভাবে হাতে কিছু লিখে আদালতে নিয়ে আসা যায় না। এবং বিচারক ইডির আইনজীবীকে কড়া নির্দেশ দিয়ে বলেন যে, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে। সাক্ষী পেশের আগে তাই বেশি সচেতন হতে হবে বলে নির্দেশ দেন বিচারক। কিছুদিন আগে এই নিয়োগ দুর্নীতির মামলায় রাজসাক্ষী দিয়েছিলেন পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সেখানে কী ভাবে, কোন সংস্থার মাধ্যমে কখন আর্থিক তছরুপ হয়েছে এই সম্পর্কে অনেক তথ্যই দিয়েছিলেন তিনি।












