Indiahood-nabobarsho

নিলামে উঠতে চলেছে শেখ শাহজাহানের কোটি টাকার গাড়ি! দায়িত্ব নেবে ED

Published on:

Sandeshkhali

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali) একসময়ের দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে বিপুল সম্পত্তির হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। সেই সূত্রে গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৫ জানুয়ারি, সকালে শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি আধিকারিকরা। কিন্তু সেই তদন্ত করতে গিয়ে বড় বাধার মুখে পড়তে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আধিকারিকদের। শাহজাহানের দলের লোকজন আধিকারিকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করার অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, ইডির গাড়িও ভাঙচুর করা হয়। তারপরেই সেই মামলার জল বহুদূর গড়ায়। আর এই টানাপোড়েনের মাঝেই এবার ED অভিযুক্ত শাহজাহানের তিনটি গাড়ি নিলামের জন্য আদালতে আবেদন করল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শেখ শাহজাহানের গাড়ি নিলামের পথে!

ইডি অভিযোগ তুলেছিল যে রেশন দুর্নীতির টাকায় নগদে শেখ শাহজাহান তিনটি গাড়ি কিনেছিল। তাই সেই গাড়িগুলি হিসাব বর্হিভূত আয়ের মামলায় ২০২৪ এর মার্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাজেয়াপ্ত করে। গত বছর যখন গাড়িগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, তখন সেগুলোর মিলিত বাজারমূল্য ছিল প্রায় এক কোটি টাকা। একটি মাহিন্দ্রা থার, একটি মাহিন্দ্রা স্করপিও এবং অপর একটি হলহুডখোলা জিপ। জানা গিয়েছে গাড়িগুলোর মধ্যে হুডখোলা জিপে করে ভিআইপি–দের নিয়ে প্রচারে বেরোতেন শাহজাহান। আর এই তিনটি গাড়িতে ছিল বিশেষ নাম্বার প্লেট। যে সব সংখ্যা শাহজাহানের পক্ষে ‘শুভ’, সে সব সংখ্যা মাথায় রেখে নাকি নাম্বার প্লেটগুলো নেওয়া হয়েছিল। আর এবার সেই গাড়িগুলোকে নিলামের করার পথে এগোতে চলেছে ED।

কেন এই সিদ্ধান্ত?

সূত্রের খবর শেখ শাহজাহানের বাজেয়াপ্ত হওয়া ওই তিনটি গাড়ি সল্টলেকের সিজিও কমপ্লেক্সের বাইরে ফেলে রাখা হয়েছে। যা পড়ে থেকে নষ্ট হচ্ছে। তাই ইডি সিদ্ধান্ত নিয়েছে যে সেই গাড়িগুলোকে শীঘ্রই নিলামে তোলা হবে। এ ব্যাপারে ইতিমধ্যেই ইডি–র বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারীরা আবেদন করেছেন। সেক্ষেত্রে ইডি অফিসারের দাবি, এই প্রথম রাজ্যে তাদের কোনও মামলায় বাজেয়াপ্ত করা গাড়ি নিলামের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এর আগে বিভিন্ন মামলায় গাড়ি বাজেয়াপ্ত হলেও, কোনও দিন নিলাম হয়নি। আসলে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী বাজেয়াপ্ত জিনিস যদি নিলামে তোলা হয় তাহলে বর্তমান বাজারদরে বিক্রি করে সেই টাকা ফিক্সড ডিপোজজিট করে রাখা যায়। এবং মামলায় যদি অভিযুক্ত দোষী সাব্যস্ত হন, তা হলে ওই টাকা কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়।

আরও পড়ুনঃ মহিলা কামরা বৃদ্ধির জের, শিয়ালদা শাখায় রেল অবরোধ! বন্ধ ট্রেন চলাচল

তবে মামলায় যদি সেই অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হয় তাহলে নিলামে পাওয়া টাকা আদালতে ফেরত চাইলে আদালতের অনুমতিতে তাঁকে তা ফেরত দেওয়া হবে। তাই সেক্ষেত্রে এবার সেই পন্থায় অবলম্বন করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। তবে শুধু শাহজাহান নয় নিলামে তোলা হবে আরো এক অভিযুক্তের গাড়ি। জানা গিয়েছে বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির মামলায় অভিযুক্ত গৌতম কুণ্ডুর প্রায় ৫০টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই গাড়িগুলি বেশ কয়েক বছর ধরে ইডির কাছে পড়ে পড়ে কার্যত নষ্ট হতে বসেছে। তাই শাহজাহানের গাড়ির নিলাম শেষ হলে গৌতমের গাড়িগুলিও নিলামে তোলা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group