প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথম থেকেই নিয়োগ দুর্নীতির সঙ্গে তৃণমূল এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নামক নাম জড়িয়ে রয়েছে। আর তারপর দফায় দফায় তথ্য সংগ্রহ করে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আদালতের নির্দেশে একে একে ওই সংস্থার সঙ্গে যুক্ত কর্তা বা আধিকারিকদের তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। জমা পড়েছে হাজার হাজার পাতার নথি। তবে এবার অস্থাবর সম্পত্তির দিকে ‘নজর’ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ED।
দিল্লিতে অ্যাডজুকেটিং অথরিটির কাছে দ্বারস্থ ED!
চলতি বছরের জানুয়ারি মাসে ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর আটটি স্থাবর সম্পতি বাজেয়াপ্ত করেছিল ED। এবং এই সম্পত্তির আনুমানিক মূল্য ছিল ৭ কোটি ৪৬ লক্ষ টাকা। আর এবার ওই সংস্থার অস্থাবর সম্পত্তির দিকে নজর দিল ED। গতকাল অর্থাৎ ২৪ ডিসেম্বর, আদালতে ED র তরফে দাবি করা হয়েছে তিনটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে লিপস অ্যান্ড বাউন্ডসের ২ কোটি ৭০ লাখ টাকা আছে। সেই তিনটি অ্যাকাউন্ট প্রাথমিক ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। দাবি করা হয়েছে, এই অ্যাকাউন্টগুলিতে সরাসরি নিয়োগ দুর্নীতির টাকা জমা পড়েছিল। ভুয়ো ইনভয়েসের মাধ্যমে চলেছে এই প্রক্রিয়া। এই আবহে দিল্লিতে অ্যাডজুকেটিং অথরিটির দ্বারস্থ হয়ে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পাকাপাকি ভাবে বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে ইডি। ইতিমধ্যেই সেই সম্পর্কে পঞ্চম অতিরিক্ত চার্জশিটের ৬৭ এবং ৬৮ নম্বর পাতায় এই বিষয়টি জানানো হয়েছে।
ভুয়ো ইনভয়েসের মাধ্যমে ঢুকছে টাকা
নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে ইডি চার্জশিটে উল্লেখ করা হয়েছে খাতায় কলমে ব্যবসা হওয়া সত্ত্বেও এক সাইকেল সংস্থা সহ চারটি সংস্থার থেকে কয়েক কোটি টাকা পেয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। এছাড়াও বৈদ্যুতিক কেটলি, চশমা এবং কার্ডের ব্যবসা সংক্রান্ত ইনভয়েস দেখিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস। সেই সূত্রে নাকি টাকা পেয়েছে তারা। সব মিলিয়ে ৪টি সংস্থা থেকে নাকি ২ কোটি ৮৩ লক্ষ ২৬ হাজার ৪৩৫ টাকা ঢুকেছে লিপস অ্যান্ড বাউন্ডসের অ্যাকাউন্টে।
প্রসঙ্গত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুধু ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ এর নাম নেই, এছাড়াও রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে গড়া তহবিলের নামও। মোট ২৯টি নাম যোগ করা হয়েছে এই নয়া চার্জশিটে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য ঘনিষ্ঠদের নামও রয়েছে এই চার্জশিটে। এছাড়াও নাম রয়েছে ওএমআরশিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি, তাপস মণ্ডলের সংস্থা মিনার্ভা ইনস্টিটিউট অফ এডুকেশন, নীলাদ্রি ঘোষ, পার্থ-ঘনিষ্ঠ প্রোমোটার সন্তু গঙ্গোপাধ্যায়ের।