এক দিনে নিয়োগ দুর্নীতির সব তথ্য জমার নির্দেশ, পার্থর জামিনের খবরের মধ্যেই অর্ডার সুপ্রিম কোর্টের

Published on:

partha chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি (Enforcement Directorate)। ইডির মামলায় প্রায় ২৭ মাস ধরে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বারবার জামিনের প্রার্থনা করলেও প্রভাবশালী প্রশ্নে বারবার আবেদন নাকচ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আবার CBI তাঁকে গ্রেফতার করে ২০২৪ সালের ১ অক্টোবর।

WhatsApp Community Join Now

অন্যদিকে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন। মানিক ভট্টাচার্য থেকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, সকলেই এখন জেলের বাইরে। আর এই আবহে ED মামলায় জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে ইডি মামলায় জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার আগেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের যাবতীয় তথ্য নথিভুক্তের নির্দেশ

সূত্রের খবর এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বিশেষ নির্দেশ পেশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ এর ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হবে। তাই এই মামলায় জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে সব গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। সেই সময় ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে পার্থকে। এই আবহে যদি ১ ফেব্রুয়ারির আগে চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায়, তবে আগেই জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে আবার ED কে সুপ্রিম কোর্ট আগামী ২৪ ঘণ্টার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের সম্পর্কে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

CBI এর মামলায় এখনও জামিন পাননি পার্থ

আর তাই সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অয়ন শীল, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ একাধিক ব্যক্তিরা যাঁরা এই মামলায় গ্রেফতার হয়েছিলেন, তাঁদের নামে চার্জগঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি-র স্পেশ্যাল কোর্ট। কারণ ১৮ ডিসেম্বর সবাইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। তাই এই চটজলদি। এদিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত CBI এর মামলায় এখনও জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। এই মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন বর্তমানে।

সঙ্গে থাকুন ➥
X