নিয়োগ দুর্নীতিতে অভিষেকের সংস্থা সহ একাধিক প্রভাবশালীর নাম, ED-র চার্জশিটে তুঙ্গে শোরগোল

Published on:

ed

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Case) এবার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। গত মঙ্গলবারই ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতে ২৫০ পাতার চার্জশিটে প্রায় ১০ হাজার নথি জমা করা হয়েছে। আর সেখানেই পার্থ ঘনিষ্ঠ ব্যক্তি এবং অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ এর তথ্য উঠে এসেছে। যার ফলে ফের রাজ্য রাজনীতিতে এই নিয়ে শুরু হয়েছে করে বিতর্ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা গিয়েছে পার্থ-ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি এবং তাঁদের পরিচালিত সংস্থার নাম রয়েছে ED র চার্জশিটে। গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেড এবং তার অন্যতম ডিরেক্টর উদয় মোদী, বেঙ্গল মার্লিন হাউসিং লিমিটেড এবং তার অন্যতম ডিরেক্টর সুশীলকুমার মোহতা, দিলীপকুমার চৌধুরী, বৌবাজারের চিরাগ অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড এবং তার ডিরেক্টর সুবোধকুমার ছাজেরের নাম চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় সংস্থা। এ ছাড়া, নিউ ইন্ডিয়া লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড এবং তার ডিরেক্টর নবীনকুমার গুপ্তের নামও রাখা হয়েছে চার্জশিটে।

তালিকায় আরও ২৯টি নাম যোগ হয়েছে

এছাড়াও সেই চার্জশিটে রয়েছে নিয়োগ মামলায় ধৃত নীলাদ্রি ঘোষ, পার্থ-ঘনিষ্ঠ প্রোমোটার সন্তু গঙ্গোপাধ্যায়, ওএমআরশিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি এবং তাপস মণ্ডলের সংস্থা মিনার্ভা ইনস্টিটিউট অফ এডুকেশনের নামও। ED সূত্রে জানা গিয়েছে চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট ২৫ জনের নাম ছিল। এবার পঞ্চম চার্জশিটটিতে আরও ২৯টি নাম যোগ করা হয়েছে। সেই ২৯ নামের তালিকার মধ্যে পার্থের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামের তহবিলও উঠে এসেছে। এবং পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য এর নামও চার্জশিটে রেখেছে ED।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফের চার্জশিটে উঠে এল লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থা

তবে এই মামলায় প্রথম থেকে এখনও পর্যন্ত অভিষেকের সংস্থার নাম আগেই উঠে আসছে। লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর পদে অভিষেক ছাড়াও ছিলেন আরও অনেকে। অভিষেকের বাবা এবং মা-ও ছিলেন সংস্থার ডিরেক্টর। যদিও এই সংস্থা যে তাঁরই, তা নিজেই জানিয়েছিলেন অভিষেক। এই মামলার প্রেক্ষিতেই অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। ওই সংস্থার আটটি সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করে ED, যার বাজারমূল্য সাড়ে সাত কোটি টাকা। অভিষেক এই সংস্থা সংক্রান্ত তথ্য ইডিকে জমাও দিয়ে এসেছিলেন। আর এবার ফের সেই লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নামটিই পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটের শুরুতে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এখনও পর্যন্ত এই মামলায় জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। তবে এখনও জেল বন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group