মমতার হুঁশিয়ারিই সার, রাজ্যকে বিধিবার্তা নির্বাচন কমিশনের

Published:

Election Commission Of India
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই পরিকল্পনা অনুযায়ী বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন মিটেছে। রাজনৈতিক নানা মতভেদ, টানাপোড়েনের পর অবশেষে মিটল বিহারের কাজ, ইতিমধ্যেই সেখানে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার পালা বাংলায়। কিন্তু এখানে SIR-কে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission Of India) বিরুদ্ধে প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার প্রশাসনিক ভাবে পাল্টা সুর চড়াল কমিশনও। আধিকারিক নিয়োগ নিয়ে সুনির্দিষ্ট বিধি লিখিত ভাবে রাজ্যের মুখ্যসচিবকে স্মরণ করিয়ে দিল কমিশন।

SIR নিয়ে বৈঠক কমিশনের

বাংলায় SIR বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রস্তুতি খতিয়ে দেখতে সুদূর দিল্লি থেকে ২ দিনের সফরে রাজ্যে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-র কমিশনের ৪ সদস্যের প্রতিনিধি দল। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক,পুলিশ সুপার, ই আর ও, এ ই আর ও-সহ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন কমিশনের প্রতিনিধিরা। নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা চলেছিল। এমতাবস্থায় আলোচনার প্রসঙ্গে এবার উঠে এল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের গুরুত্ব। আসলে কে ভোটার তালিকাভুক্ত হবেন, কে বাদ যাবেন তা সবটাই তাঁরা ঠিক করে। কমিশনের বিধি অনুযায়ী, মহকুমাশাসকেরাই ERO হতে পারেন। কিন্তু সেই নিয়ম খাটছে না বাংলায়।

ERO নিয়ে বিশেষ নির্দেশ কমিশনের

কমিশনের তরফে দাবি জানানো হয়েছে যে, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের প্রতিটিতে এক জন করে ইআরও দায়িত্বে থাকেন। ইআরও-র মধ্যে ৬৮টি বিধানসভা কেন্দ্রে এসডিও-রা ইআরও-র দায়িত্ব পালন করছেন। ৭৪টি বিধানসভা কেন্দ্রে ভিন্ন ভিন্ন দফতরের আধিকারিকেরা ইআরও-র দায়িত্ব পালন করলেও, তাঁরা এসডিও পদমর্যাদার। ফলে এই ১৪২ ERO-কে নিয়ে বিধিগত কোনও সমস্যা নেই। কিন্তু ১৫২টি বিধানসভায় জুনিয়র স্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টরেরা ইআরও-র দায়িত্ব সামলাচ্ছেন। এক্ষেত্রে উপযুক্ত পদমর্যাদার আধিকারিকদের অবিলম্বে নিয়োগ জরুরি। আর সেই নিয়েই এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মুখ্যসচিবকে সরাসরি লিখিত ভাবে কমিশন স্পষ্ট জানিয়ে দিল যে, নিয়োগ-প্রশ্নে কমিশনের বিধি অবশ্যই মানতেই হবে।

আরও পড়ুন: টানা ২০ ঘণ্টা ধরে তল্লাশি! মধ্যরাতে সুজিতের অফিস ছাড়ে ED, কী মিলল?

মুখ্যসচিবের উদ্দেশে জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখতে হবে। এবং প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য কমিশনের বিধি মেনে শুধু উপযুক্ত পদমর্যাদার আধিকারিকদের ইআরও হিসেবে দ্রুত নিয়োগ করতে হবে রাজ্যকে। অর্থাৎ এ রাজ্যে SIR হলে একমাত্র কমিশনের বিধি মেনেই কাজ করতে হবে। যদিও এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সময় ঘোষণা করেনি কমিশন। তবে আশা করা যাচ্ছে কালীপুজো, ভাইফোঁটা ইত্যাদি উৎসব মেটার পর কাজ শুরু হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join