প্রীতি পোদ্দার, কলকাতা: দিন যত এগোচ্ছে প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যেন লাগামছাড়া ভাবে বাড়ছে। আর তার সঙ্গেই ইলেক্ট্রিসিটি বা বিদ্যুৎ এর দামও যেন আকাশছোঁয়া হয়ে পড়ছে। এদিকে আবার বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ কেই নির্বাচনের হাতিয়ার হিসেবে তুলে ধরেছিল বিজেপি। যার মধ্যে অন্যতম ছিল সস্তায় বিদ্যুৎ সরবরাহ করা। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিস্ফোরক তথ্য। ‘বিজেপি শাসিত রাজ্যগুলিতেই অনেক বেশি দরে বিদ্যুৎ কিনতে হচ্ছে রাজ্যবাসীকে। একমাত্র বাংলাতেই সবচেয়ে কম বিদ্যুৎ এর দাম।’ এমনটাই দাবি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এর।
বাংলায় সবচেয়ে কম বিদ্যুৎ এর দাম!
বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সেই তথ্য তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, বিহার, মহারাষ্ট্র—প্রতিটি ডাবল ইঞ্জিন রাজ্যেই বাংলার তুলনায় অনেক বেশি দরে বিদ্যুৎ কিনতে হয় আম জনতাকে। এমনকী দিল্লির তুলনাতেও বাংলায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম অনেক কম। সবথেকে বেশি দাম কর্ণাটকে। আর সেই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে ১৭ নম্বর স্থানে। দ্বিতীয় স্থানে অসম, তৃতীয় স্থানে বিহার, চতুর্থ স্থানে মহারাষ্ট্র।
এদিন মন্ত্রী অরুপ বিশ্বাস যেই পরিসংখ্যানটি তুলে ধরেন সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে কর্ণাটকে বিদ্যুতের প্রতি-ইউনিটের দাম ৯.৮৩ টাকা, অসমে ৯.৫৫, বিহারে ৯.১৩, মহারাষ্ট্রে ৮.৯১ টাকা, সেখানে বাংলায় বিদ্যুতের প্রতি-ইউনিটের দাম ৭.১২ টাকা। পাশাপাশি যোগীরাজ্য উত্তরপ্রদেশে ৭ টাকা ৬৪ পয়সা বিদ্যুৎ এর প্রতি ইউনিটের দাম।
লোডশেডিং প্রসঙ্গে কী বললেন বিদ্যুৎ মন্ত্রী?
বিধানসভায় বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে ইউনিট-পিছু বিদ্যুতের দাম তুলে ধরার সময় লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই রাজ্যে এখন এক মিনিটের জন্যও লোডশেডিং হয় না। ঝড়বৃষ্টির সময়ও যাতে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয় সেজন্য আন্ডারগ্রাউন্ড কেবল বসানো হচ্ছে। আর বিদ্যুতের দাম নিয়ে যা বলা হচ্ছে তাও ঠিক নয়। সম্পূর্ণটাই অপপ্রচার চলছে।’’
এছাড়াও এরাজ্যে একাধিক নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে বলেও ঘোষণা করেছেন তিনি। এবং পুরনো কেন্দ্রগুলিকেও সংস্কার করা হচ্ছে বলে জানা গিয়েছে। যার জন্য ২,৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়। জঙ্গলমহলের ঝাড়গ্রাম সহ বেশ কিছু জায়গায় মোট ১৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। পাশাপাশি পুরুলিয়া জেলার পিপিএসপি আপার ড্যামে একটি সোলার জেনারেশন ইউনিট স্থাপন প্রক্রিয়া চলছে। এবং সাগরদিঘিতে একটি, বক্রেশ্বরে একটি, সাঁওতালডিহিতে একটি সোলার জেনারেশন ইউনিট স্থাপন প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।