বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাস্তার বেহাল দশা। জেলাশাসক থেকে শুরু করে বিডিও, বিষয়টি জানানোর পরও কোনও সুরাহা হয়নি। তাই একেবারে কোমর বেঁধে কোদাল, হাতুড়ি নিয়ে পথ চলতি মানুষের জন্য রাস্তা মেরামত করতে নেমে পড়লেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ex Cricketer Repair Roads)। সেই মুহূর্ত ফেসবুক লাইভের মাধ্যমেও নেট নাগরিকদের কাছে তুলে ধরেছেন তিনি। যা চাক্ষুষ করতেই হতবাক সকলে।
কোমর বেঁধে রাস্তা মেরামতির কাজ করছেন অশোক দিন্দা
একটা সময়ে চুটিয়ে ক্রিকেট খেলেছেন। রঞ্জি ট্রফি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও ছাপ রয়েছে তার। এবার সেই নামজাদা ক্রিকেটার রোদ মাথায় নিয়ে রাস্তা মেরামত করছেন, ভাবা যায়! সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। এমনকি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নিজেও তাঁর ফেসবুক পেজে রাস্তা সংস্কারের দৃশ্য আপলোড করেছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের তরফে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, বিজেপি কর্মী ও স্থানীয়দের সাথে হাতে হাত মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত মল্লিক মোড় থেকে আসনান এবং মল্লিক মোড় থেকে ঢেউভাঙা পর্যন্ত রাস্তার বেহাল দশা নিজেই মেরামত করতে নেমেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কোদাল হাতে গর্ত ভরাট থেকে শুরু করে, ইটভাঙা সবকিছুই নিজে হাতেই করলেন অশোক। যদিও অচেনা সেই দৃশ্য দেখে একেবারেই বিশ্বাস করতে পারছিলেন না স্থানীয় বাসিন্দারা।
Posted by Ashoke Dinda on Wednesday, September 17, 2025
কেন রাস্তা মেরামত করতে প্রাক্তন ক্রিকেটারকেই ময়দানে নামতে হল?
পূর্ব মেদিনীপুর জেলার ছেলে অশোক দিন্দা। ক্রিকেটে ফাস্ট বোলার হিসেবেই নিজের খ্যাতি অর্জন করেছিলেন তিনি। জাতীয় দল থেকে শুরু করে ক্লাব পর্যায়ে এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দাপট দেখিয়েছেন অশোক। অবসরের পর রাজনৈতিক ময়দান তাঁর অন্যতম কর্মক্ষেত্র। বিজেপির টিকিটে জিতে বর্তমানে পূর্ব মেদিনীপুরের বিধানসভা কেন্দ্র ময়নার বিধায়ক তিনি। বিধায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই ময়নার নানান সমস্যা নিয়ে বারবার সোচ্চার হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: খানাখন্দে ভরা সড়ক, যাতায়াতে সমস্যা! অফিস বন্ধ করার ঘোষণা Blackbuck CEO-র
স্থানীয়দের বক্তব্য, ময়নার মানুষের সমস্যায় পাশে দাঁড়ান অশোক। স্থানীয় চাষীদের সমস্যা নিয়েও আওয়াজ তোলেন তিনি। তবে বৃহস্পতিবার ময়নার মাটিতে দাঁড়িয়ে একেবারে কোমর বেঁধে রাস্তার কাজ করলেন খোদ বিধায়ক। কিন্তু কেন তাঁকে ময়দানে নামতে হল? নিজের ফেসবুক হ্যান্ডেলে অশোক অভিযোগ করেছেন, ময়না বিধানসভার অন্তর্গত মল্লিক মোড় থেকে আসনান এবং মল্লিক মোড় থেকে ঢেউডাঙা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা দেখে বারবার জেলাশাসক থেকে শুরু করে বিডিওকে জানানো হয়েছিল। কিন্তু তাতে কোনও পদক্ষেপ হয়নি।
অশোক আরও লেখেন, বারবার আবেদন জানানোর পরও কাজ না হওয়ায়, ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থক ও ইটভাটার কর্মীদের সঙ্গে নিয়ে বেহাল রাস্তা সংস্কারের কাজে নামি। সকলের সহযোগিতায় পথ চলাচলের উপযুক্ত করতে রাস্তার গর্তগুলি ইট দিয়ে সংস্কারের কাজ শুরু করলাম। আগামী দিনেও কাজ হবে। পুজোর আগে যাতে মানুষ স্বাচ্ছন্দে এই পথ দিয়ে যাতায়াত করতে পারেন সে জন্যই এমন উদ্যোগ। সবশেষ, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সমর্থকদের সহযোগিতাকে সামনে রেখে তাদের ধন্যবাদ জানান অশোক। যদিও প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের রাস্তা মেরামতির দৃশ্য চাপ বাড়িয়েছে শাসক শিবিরে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।