প্রীতি পোদ্দার, কলকাতা: আরও একবার হাইকোর্টে (Calcutta High Court) শুনানির মাঝে উঠে এল প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম! এমনকি প্রাক্তন বিচারপতির আদালতে আচরণ নিয়ে প্রশ্ন তুলতে ছাড়লেন না আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়! বিস্ফোরক দাবি বাকি আইনজীবীদের বিরুদ্ধেও। যার দরুন এবার প্রশ্ন উঠছে যে এতদিন পরে কেন হাইকোর্টে উঠল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম?
কুণালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা!
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল কর্মশিক্ষা – শরীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির শ্লথ গতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। এমনকি বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন কুণাল ঘোষ। যার দরুন এই অভিযোগে কুণালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।
বিশেষ বেঞ্চ গঠন প্রধান বিচারপতির
এরপরই হাইকোর্টের বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ায় ঘটনায় আদালত অবমাননার মামলার জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের কিছু আইনজীবী। তাতে
বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজকে নিয়ে বিশেষ বেঞ্চ গড়ে দেন প্রধান বিচারপতি। গতকাল অর্থাৎ সোমবার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওই বিশেষ বেঞ্চে সেই মামলার শুনানি হয়।
আদালতের রক্ষাকবচ নিয়ে প্রশ্ন
এদিন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুণালের হয়ে সওয়াল করতে গিয়ে বলেন, “প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর – ডাকাত বলে আক্রমণ করছে। রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে আমি কী করব?” এছাড়াও তিনি আদালতের কাছে প্রশ্ন করেন যে, “আইনজীবী যদি রাজনৈতিক কথা বলেন এবং অন্য প্রতিপক্ষ দলের নেতাদের আক্রমণ করেন তাহলে কি তিনি আদালতের রক্ষাকবচ চাইতে পারেন?”
এখানেই থেমে থাকেননি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী ফিরদৌস শামিমের প্রসঙ্গ টেনে বলেন, “এই চাকরি প্রার্থীদের হয়ে একসময় মামলা করছিলেন ফিরদৌস শামিম। পরবর্তীতে রাজ্য যখন এদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করল তখন উল্টে তিনি রাজ্যের সেই সিদ্ধান্তের বিরোধিতায় মামলা দায়ের করলেন। সেক্ষেত্রে মামলাকারীরা কী করবেন?”
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা লাভ আরও সহজ! ঋণ দেবে পশ্চিমবঙ্গ সরকার, এখানে করুন আবেদন
পরবর্তী শুনানি কবে?
অন্যদিকে এদিন আদালতে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ তিনি একজন প্রাক্তন বিচারপতি, আর তিনিই আইনের সমস্ত বিশ্বাস এবং আস্থা ভেঙে দিয়েছেন। এমনকি চেয়ারে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেছিলেন যে ‘কান ধরে তুলে নিয়ে আয়’, এটা একজন বিচারপতির আচরণ?” পাশাপাশি তিনি এও প্রশ্ন তোলেন যে কুণাল ঘোষের বিরুদ্ধে এই বিষয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা। আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |