দুর্গাপুরে রাস্তা বন্ধ করে তোলা আদায় তৃণমূলের! পোস্টারে ছয়লাপ ভিড়িঙ্গি

Published on:

Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূল নেতাদের কুকীর্তির পর্দা ফাঁস করতে গিয়েই দুর্গাপুরে (Durgapur) পোস্টারে পোস্টারে ছয়লাপ! যার জেরে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের শিবির আয়োজন করতে গিয়েই বিপাকে পড়ল শাসকদল ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের তামলা এলাকায়। সেখানকার চার স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে এসেছে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলা আদায়ের অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিল দুর্গাপুর নগরনিগমের প্রশাসকমণ্ডলী।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের তামলা এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়ায় আমাদের সমাধান’ ক্যাম্পের সামনে এক পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ উঠেছে, যেই স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়েছিল, সেই স্কুলের দেওয়ালে পোস্টারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির কথা তুলে ধরা হয়েছে৷ প্রায় ৫০ টি মতো পোস্টার এই বিদ্যালয়ের চারপাশে দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়।

তোলা আদায়ের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

ক্যাম্পের চারপাশে দেওয়ালে টাঙানো সেই বিতর্কিত পোস্টারে বলা হয়েছে যে, ‘ভিড়িঙ্গি থেকে তামলা পর্যন্ত ডিপোর কাঁচরা দিয়ে বানানো কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন বহু শ্রমিক, স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষ। আর সেই রাস্তায় যাতায়াত বন্ধ করে গাড়ি পিছু টাকা তোলে তিন তৃণমূল নেতা, মানিক রুইদাস, শংকর রায়, এবং ভিকি শর্মা।’ যার দরুন বেশ অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস ৷ এলাকাবাসীর তরফে জানানো হয়েছে, দুর্গাপুর নগরনিগমের ভিড়িঙ্গি চাষিপাড়া থেকে তামলা পর্যন্ত একটি কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তা দুর্গাপুর নগর নিগমের ৩৩,২০ ও ১৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ ব্যবহার করেন ৷ কিন্তু সম্প্রতি তৃণমূল নেতা শংকর রায়, মানিক রুইদাস ও ভিকি ভার্মার নেতৃত্বে বন্ধ করে দেওয়া হয় এই গুরুত্বপূর্ণ রাস্তা। এদিকে ওই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াতের জন্য তোলা আদায় করছেন তাঁরা। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

গতকাল অর্থাৎ সোমবার এই তোলা আদায়ের অভিযোগ নিয়ে শংকর রায় নামে ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলেন, “আমাদের নামে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।” এদিকে ওই একইদিনে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ ৷ তাঁকেও এই পোস্টার সাঁটানো বা তোলাবাজির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য কোনও উত্তর দেননি ৷ বরং তিনি কেন্দ্রীয় বঞ্চনা এবং বাংলার উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছেন সেই কথা বলেছেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুন: “কিছুই করেনি!” প্রাথমিক টেট দুর্নীতির তদন্তে হাইকোর্টের চরম ভর্ৎসনার মুখে পুলিশ

কটাক্ষ বিজেপির

দুর্গাপুর নগরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি তৃণমূল নেতার তোলা আদায়ের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, “রাস্তা নির্মাণের আবেদন কয়েক বছর আগে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদে করা হয়েছে। রাস্তা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের, তাই তাদের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। তবে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে বিজেপির তরফ থেকে ধেয়ে এসেছে একাধিক কটাক্ষ। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিজেপির লক্ষ্মণ ঘোড়ুই জানান যে, ‘‘এখন আর শুধু বিরোধীরা অভিযোগ করে না । এই পোস্টার তৃণমূল কংগ্রেসের সদস্যদের দেওয়া এটা নিয়ে কোনও সন্দেহ নেই । আসলে কাটমানি আর তোলাবাজি এখন তৃণমূল নেতাদের কাছে অর্থ রোজগারের পথ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥