প্রধানমন্ত্রীর পোস্টে কুরুচিকর মন্তব্য উত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলরের! FIR করল বিজেপি

Published:

Hooghly
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত সোমবার উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। লাঠি, জুতো এবং পাথর দিয়ে মারধর করা হয় তাঁদের। রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সোশাল মিডিয়ায় পোস্ট করে নিন্দা জানান। এদিকে সেই পোস্টের মধ্যে হুগলির (Hooghly) তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় এক অশালীন মন্তব্য করেন, আর সেটি প্রকাশ্যে আসতেই মহা শোরগোল শুরু হয় রাজ্য জুড়ে।

প্রধানমন্ত্রীর পোস্টে কুরুচিকর মন্তব্য তৃণমূল কাউন্সিলরে!

উত্তরপাড়া ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় সেই পোষ্টের নীচে অশালীন মন্তব্য করেন। তিনি জানিয়েছেন যে, “আপনি যদি বন্যাদুর্গত এলাকায় রিলিফ না-নিয়ে যান ৷ তাহলে বাংলা আপনাকে দুয়ারে *** দেবে।” এদিকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন জঘন্য মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করে বিজেপির একাংশ। আর তাই এবার সেই নিয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার উত্তরপাড়া থানায় অভিযোগ জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য বলেন, “দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষায় কথা বলা যায় না। শীঘ্রই তৃণমূলের কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে।” পাশাপাশি বিক্ষোভও দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।

নিজের কমেন্টের যুক্তি দিলেন অর্ণব!

অন্যদিকে বিজেপির এই বিক্ষোভমূলক আন্দোলন নিয়ে তৃণমূল কাউন্সিলর অর্ণব রায় নিজের কমেন্টের যুক্তি প্রকাশ্যে নিয়ে আসেন। তিনি বলেন, “যারা এই কথা বলছে তারা ইংরেজিটা কম বোঝে। আমি যেটা বলতে চেয়েছি সেটা বাংলা করলে দাঁড়ায়, বন্যাদুর্গত এলাকায় ত্রাণ নিয়ে গেলে তা তাঁরা অনেক সময় ছিনিয়ে নেন। ত্রাণ ছাড়া গেলে জনতা তাঁদের মারধর করতে পারে। তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা। আর ওখানে সাংসদ ও বিধায়ক কাউকে আলাদা করে দেখা হয় না। আর একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমি এই ধরনের কিছু লিখব কেন ? আমার মাথা খারাপ নয়। কোথাও জল জমলে বিজেপির লোকে বলে দুয়ারে ভেনিস, দুয়ারে লন্ডন। তাই ওদের ভাষাতেই আমি বলেছি দুয়ারে ***।”

আরও পড়ুন: হঠাৎ নেমে এল পাথর, কাদার স্রোত! হিমাচলে বাসের মধ্যেই মৃত্যু ১৮ জনের

এদিকে নিজের দলের নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তৃণমূল কাউন্সিলর অর্ণব রায়কে সমর্থন করলেন উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ। তিনি বলেন, “সব দলেরই এই ধরনের কথা থেকে বিরত থাকা দরকার। অনেক সময় দেখা মুখ্যমন্ত্রীকেও খারাপ ভাষায় আক্রমণ করা হয়। আর উত্তরবঙ্গের ঘটনায় প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন এটা ঠিক নয়, উনি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন।” আর এই রাজনৈতিক বাকবিতণ্ডার মধ্যেই গতকাল হাসপাতালে চিকিৎসাধীন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কথা বলেছিলেন চিকিৎসকদের সঙ্গে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join