আরামবাগে আগুনের গ্রাসে বিজেপি নেতার কাকার বাড়ি! ছুটে এলেন তৃণমূল নেতা

Published:

Arambagh
Follow

প্রীতি পোদ্দার, আরামবাগ: দীপাবলির রাতে দেদার শব্দবাজি! পুলিশে নিষেধাজ্ঞাকে কার্যত তোয়াক্কা না করেই কলকাতা হোক বা জেলা, সর্বত্রই দেখা গিয়েছে শব্দ বাজির দাপট। এমতাবস্থায় এই বাজির জেরেই আরামবাগে (Arambagh) বিজেপির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কাকার বাড়িতে ভয়ংকর আগুন লেগে গেল। আর সেই আগুন নেভাতে রাতেই ছুটে এলেন তৃণমূলের নেতা, কর্মীরা।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল রাতে আরামবাগের খানাকুল রাজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালীর বেনাপুকুর এলাকার বাসিন্দা জয়দেব সাঁতরা নামের এক ব্যক্তির বাড়িতে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, বাড়ির সামনে বাজি পোড়াচ্ছিল বাচ্চারা। আশঙ্কা করা হচ্ছে সেখানে থেকেই কোনওভাবে আগুন লেগে যায় ওই বাড়িতে। আর তারপরেই সেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। কিছু সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের ৫টি বাড়িকেও গ্রাস করে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ছুটে যান তৃণমূলের খানাকুল ২ সমিতির তৃণমূল সদস্য নূর নবী মণ্ডল। একইসঙ্গে খবর পেয়ে ছুটে যান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ।

চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে

এদিকে গভীর রাতে আগুনের এই ভয়াবহ রূপ দেখে দু’জনের প্যানিক অ্যাটাক হয়। সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তাঁদের খানাকুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় পুলিশ। এছাড়াও আহত হন আরও দু’জন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে জয়দেব সাঁতরা নামে যে ব্যক্তির বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে তিনি আসলে সম্পর্কে বিজেপির খানাকুল ২ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মিঠুন সাঁতরার কাকা। তবে এই ঘটনায় বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকার মানুষ। স্থানীয়দের তৎপরতাতেই পাশাপাশি থাকা বেশ কিছু ঝুপড়িতে আগুন লাগেনি।

আরও পড়ুন: ২৫,৪৮৮ টন! ভারতীয় মহিলাদের কাছে থাকা সোনার পরিমাণ ১০ দেশের থেকেও বেশি

বিজেপি নেতার কাকার বাড়িতে এইরূপ অগ্নিকাণ্ডের ঘটনায় খানাকুল ২ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য নূর নবী মণ্ডল বলছেন, “বাড়িটির খড়ের চাল। সেখানেই প্রথমে আগুন লেগে যায়। খবর পাওয়া মাত্রই আমরা সকলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। পুলিশও কিছু সময়ের মধ্যে এসে যায়। আমরা ওই পরিবারের পাশে আছি।” যেখানে নির্বাচনী লড়াইয়ের কারণে প্রতি মুহূর্তে তৃণমূল বিজেপির মধ্যে বাকবিতণ্ডা লেগে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আরামবাগের খানাকুল এলাকায় এই ঐক্যবদ্ধ দৃশ্য সকলকে অবাক করে দিয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join