দুর্গাপুরে মোদীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী বোঝাই বাসে আগুন! টলল বড়সড় দুর্ঘটনা

Published on:

PM Modi Rally

প্রীতি পোদ্দার, কলকাতা: শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে প্রশাসনিক নিরাপত্তা চোখে পড়ার মতো ছিল। শুক্রবার দুপুর তিনটের পর অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছান নরেন্দ্র মোদী৷ তার পর সেখান থেকে সড়কপথে আসেন ইস্পাতনগরীর দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে ৷

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি আগত বিধানসভা নির্বাচনের ভীত গড়ে দিয়ে যায়। তাতে বেশ আপ্লুত গোটা বিজেপি কর্মী। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুরের সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের সঙ্গে ঘটে যায় এক ভয়ংকর ঘটনা।

বাসে আগুন আতঙ্ক

‘সংবাদ প্রতিদিন’ এর রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বর্ধমানের তেলিপুকুরের কাছে জাতীয় সড়কের ধারে। গতকাল, ১৮ জুলাই, শুক্রবার সভা থেকে ফেরার সময় হঠাৎ করেই বিজেপি কর্মীদের বাসে আগুন আতঙ্ক তৈরি হয়। ধোঁয়া উঠতে দেখা যায়। বিপদের কথা ভেবে তড়িঘড়ি বাসের চালক তেলিপুকুরের ইডেন ক্যানেল এলাকায় বাসটি দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে বাসের যাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরেন। পরে জানা যায়, বাসের ব্যাটারির তার থেকে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়। যদিও পড়ে বাসটি সব ঠিকঠাক হলে যাত্রীদের নিয়ে খন্ডঘোষে পৌঁছয়।

স্টেডিয়ামেও আগুন আতঙ্ক

তবে শুধু বাসেই আগুন আতঙ্ক তৈরি হয়েছিল তা নয়, এদিন দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে যেখানে জনসভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে শটসার্কিট থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে ৷ ফলে শোরগোল পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে ৷ সঙ্গে সঙ্গে পুলিশ ও অগ্নিনির্বাপণের জন্য কর্মীরা ঘটনাস্থলে যায় ৷

দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে ৷ ধোঁয়া দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিল বিজেপির নেতা-কর্মীরা। তবে পরে বড়সড় আগুন না-লাগার কারণে তেমন কোনো বড়সড় ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: কল্যাণী এক্সপ্রেসওয়েতে গতিতে লাগাম! স্পিড বাড়ালেই মোটা চালান, আইনি পদক্ষেপ

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার, দিনভর বৃষ্টির মধ্যেই পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলা-সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী-সমর্থকরা এসেছেন প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হতে৷ এমনকি প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করেও হলদিয়া থেকে অসংখ্যক মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মত। অনেকেই আবার নরেন্দ্র মোদির ছবি বানিয়ে এনেছিলেন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। যা দেখে আপ্লুত সকল বিজেপি কর্মীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group